শিরোনাম

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০২:৪০ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ০২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনের সব স্টপেজ বন্ধ

আনিস তপন: [২] মঙ্গলবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে বলে রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তাতে বলা হয়েছে, করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড ১৯)-এর সংক্রমণের বিস্তার রোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেন চলাচলকারী গাজীপুর, নারায়নগঞ্জ, রাজবাড়ী ,গোপালগঞ্জ জেলাসমূহে লকডাউন ঘোষণা করায় আজ সকাল ৬ টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর জেলার জয়দেবপুর রেলস্টেশনের মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে।

[৩] একই সঙ্গে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে সকল স্টপেজ লকডাউন থাকা পর্যন্ত বাতিল থাকবে। আন্ত:নগর ট্রেনসমূহ থামবে না। গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশীকাথা এক্স্রপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

[৪] এছাড়া খুলনাগামী চলাচলকারী সকল যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে। এ সিদ্ধান্ত সমূহ আগামী ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত অথবা সংশ্লিষ্ট জেলায় লকডাউন থাকা পর্যন্ত কার্যকর থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়