শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ১১:৪৭ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ১২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণমাধ্যমকর্মী আইন সংসদে পাস করার আহ্বান সাংবাদিক নেতাদের

আবুল বাশার নূরু: সাংবাদিক নির্যাতন দিবসে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভায় সাংবাদিক নেতারা বলেন, সংবাদমাধ্যম থেকে অনিয়ম দূর করতে হবে। নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়ন করতে হবে। ওয়েজ বোর্ড সরকারি আইন, তা বাস্তবায়ন না হওয়া দুঃখজনক। গণমাধ্যমকর্মী আইন সংসদে পাস করার আবেদনও জানান নেতারা।

১৯৯২ সালের ২১ জুনে বিএনপি সরকারের সময় পুলিশ তাণ্ডব চালিয়ে জাতীয় প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের উপর বর্বর হামলা চালায়। ওই সময় আহত হন অর্ধশত সাংবাদিক। এ উপলক্ষে সোমবার (২১ জুন) ঢাকা ডিইউজে কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

সাংবাদিক নেতারা বলেন, তিন দশক পার হলেও তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ হয়নি। কুশীলব ও যারা ঘটিয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে হবে। আলোচনা সভা থেকে অবিলম্বে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি জানানো হয়। এ ছাড়াও রুটি-রুজি অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানান সাংবাদিক নেতারা।

সভাপতিত্ব করেন ডিইউজে’র সভাপতি কুদ্দুস আফ্রাদ। ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, বিএফইউজের সাবেক মহাসচিব ওমর ফারুক, ২১ জুন নির্যাতিত সাংবাদিক খায়রুজ্জামান কামাল, আশরাফ আলী ও গাজী আবু বকর।

সভায় উপস্থিত ছিলেন ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল, নির্বাহী সদস্য এম এ শাহজাহান মিয়া, দৈনিক জনতা ইউনিট চীফ আতাউর রহমান জুয়েল, বিএফইউজের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব জাকারিয়া কাজল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়