শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ১২:৪০ রাত
আপডেট : ২১ জুন, ২০২১, ১২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোমতী নদীতে চাঁদাবাজি নির্মূলে সর্বাত্মক সহযোগিতা করবো: এএসপি জুয়েল রানা

এইচএম দিদার: [২] চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি দিয়ে এএসপি জুয়েল রানা বলেন- হয় চাঁদাবাজরা থাকবে, না হয় আমি থাকবো। যে হাত অন্যায় করে সে হাত থাকার প্রয়োজন নেই। যে পা অন্যায়ের পথে পা বাড়ায় সেই পা থাকার দরকার নেই।

[৩] ভলগেট মালিকদের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন- এক সপ্তাহের মধ্য আমরা গোমতী নৌ রুটকে একটি নিরাপদ রুট হিসেবে গড়ে তুলবো। আনি আপনাদের সাথে নিয়ে আজ থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।

[৪] সন্ত্রাসী চাঁদাবাজদের শেষ পরিণতি খুব ভয়ংকর হয়। তাই আপনারা ভালো হয়ে যান।পরিবার পরিজন নিয়ে নিরাপদে ঘুমান। সন্ত্রাসী, চাঁদাবাজি, জুলুম ও অন্যায়ের পথ ছাড়ুন।

[৫] চাঁদাবাজেদর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আলোর পথে ফিরে আসুন। আর না হয় আপনাদেরকে আর বিন্দু মাত্রও ছাড় দেওয়া হবে না।

[৬] রোববার (২০জুন) দুপুর ২টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও গজারিয়া উপজেলা মালিক সমিতির উদ্যোগে আয়োজিত চাঁদাবাজ মুক্ত গোমতী নদী চাই দাবি আদায়ের লক্ষে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা ও সহযোগিতার আশ্বাস প্রদান করার প্রতিশ্রুতিসহ সাড়ে ১২ মিনিটের ম্যারাথন বক্তব্যে এসব কথা বলেন (দাউদকান্দি -চান্দিনা) সার্কেল এর জৈষ্ঠ্য সহকারি পুলিশ সুপার মো. জুয়েল রানা।

[৭] এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর রকিবউদ্দিন রকিব, ভলগেট মালিক সমিতির সভাপতি মেহেদী হাসান টিপু, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সহ-সভাপতি নাজমুল সরকার, কবির খন্দকার, কার্যকরী সদস্য মনির হোসেন, হেলাল উদ্দিন, গজারিয়া জাহাজ মালিক সমিতির সভাপতি মাহবুব হোসেন মোল্লা, সহ-সভাপতি মো. দেলোয়ার ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক মুন্সী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়