শিরোনাম
◈ হাসপাতালের সিসিটিভি ফুটেজ যেভাবে ভাইরাল হয় পর্ন সাইটে! ◈ বিএনপির মনোনয়ন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ◈ জলবায়ু তহবিলে ২ হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ, ৫৪% প্রকল্পে দুর্নীতি: টিআইবি ◈ ফিলিস্তিনিদের বেদনা কেন দেখা যায় না? ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে লিভারপু‌লের কা‌ছে হে‌রে গে‌লো রিয়াল মাদ্রিদ  ◈ জাতীয় নির্বাচ‌ন, বিএনপির ফাঁকা রাখা ৬৩টি আসনে প্রার্থী হচ্ছেন কারা? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে সহজ ম্যাচ ক‌ঠিন ক‌রে জিত‌লো পা‌কিস্তান ◈ বাংলাদেশ ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজ খেল‌তে শ্রীলঙ্কা সফ‌রে যা‌চ্ছে না ◈ অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে জাহানারার বিস্ফোরক অভিযোগ, ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে প্রত্যাখ্যান বিসিবির ◈ আই‌পিএল, সানরাইজার্স হায়দরাবাদ ছাড়ছেন ২৩ কো‌টি টাকার ক্রিকেটার হেনরিক ক্লাসেন

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ১২:৪০ রাত
আপডেট : ২১ জুন, ২০২১, ১২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোমতী নদীতে চাঁদাবাজি নির্মূলে সর্বাত্মক সহযোগিতা করবো: এএসপি জুয়েল রানা

এইচএম দিদার: [২] চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি দিয়ে এএসপি জুয়েল রানা বলেন- হয় চাঁদাবাজরা থাকবে, না হয় আমি থাকবো। যে হাত অন্যায় করে সে হাত থাকার প্রয়োজন নেই। যে পা অন্যায়ের পথে পা বাড়ায় সেই পা থাকার দরকার নেই।

[৩] ভলগেট মালিকদের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন- এক সপ্তাহের মধ্য আমরা গোমতী নৌ রুটকে একটি নিরাপদ রুট হিসেবে গড়ে তুলবো। আনি আপনাদের সাথে নিয়ে আজ থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।

[৪] সন্ত্রাসী চাঁদাবাজদের শেষ পরিণতি খুব ভয়ংকর হয়। তাই আপনারা ভালো হয়ে যান।পরিবার পরিজন নিয়ে নিরাপদে ঘুমান। সন্ত্রাসী, চাঁদাবাজি, জুলুম ও অন্যায়ের পথ ছাড়ুন।

[৫] চাঁদাবাজেদর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আলোর পথে ফিরে আসুন। আর না হয় আপনাদেরকে আর বিন্দু মাত্রও ছাড় দেওয়া হবে না।

[৬] রোববার (২০জুন) দুপুর ২টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও গজারিয়া উপজেলা মালিক সমিতির উদ্যোগে আয়োজিত চাঁদাবাজ মুক্ত গোমতী নদী চাই দাবি আদায়ের লক্ষে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা ও সহযোগিতার আশ্বাস প্রদান করার প্রতিশ্রুতিসহ সাড়ে ১২ মিনিটের ম্যারাথন বক্তব্যে এসব কথা বলেন (দাউদকান্দি -চান্দিনা) সার্কেল এর জৈষ্ঠ্য সহকারি পুলিশ সুপার মো. জুয়েল রানা।

[৭] এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর রকিবউদ্দিন রকিব, ভলগেট মালিক সমিতির সভাপতি মেহেদী হাসান টিপু, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সহ-সভাপতি নাজমুল সরকার, কবির খন্দকার, কার্যকরী সদস্য মনির হোসেন, হেলাল উদ্দিন, গজারিয়া জাহাজ মালিক সমিতির সভাপতি মাহবুব হোসেন মোল্লা, সহ-সভাপতি মো. দেলোয়ার ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক মুন্সী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়