স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে অবস্থিত উন্নত মানের বালু মহাল বড়ছড়া। মহাল থেকে বালু উত্তোলনের ফলে এলাকার ব্যাপক ক্ষতির কথা বিবেচনা করে সরকার ইজারা প্রদান বন্ধ রেখেছে।
[৩] এই ছড়ার উপরে ব্রিজে কয়েক বছর আগে ঘটে আন্তনগর উপবন ট্রেনের ভয়াবহ দূর্ঘটনা। রেল ব্রিজের নিচের পিলারের পাশ থেকে প্রায়ই বালু তুলতে দেখা যায়। বিশেষ করে রাতের আধারে চোরা কারবারিরা বালু তুলে ট্রাক ট্রলি বা নৌকা দিয়ে প্রতিদিনই অবৈধভাবে বালু বিক্রি করে আসছে।
[৪] এলাকার কিছু অসাধু ও অতি মুনাফা লোভী ব্যক্তি প্রতিদিন বালু উত্তোলন করে অবাধে বিক্রি করছেন। স্থানীয় সচেতন লোকজন বাঁধা দিলেও বালু পাচারকারীচক্র তাতে কর্নপাত করছে না। এতে সরকার বড় অংকের রাজস্ব হারাচ্ছে।
[৫] কুলাউড়া উপজেলা প্রশাসন এব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। শনিবার (১৯ জুন) বিকেলে বড়ছড়ার তীরে বিক্রির উদ্দেশ্যে স্তুপ করে বালুর ছবিগুলো তোলা হয়। ছড়ার পাশে দেখা যায় স্তুপ করে রাখা হয়েছে বালু। আর এই বালু বিক্রি করে অসাধু ব্যক্তিরা লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে। অথচ সরকার হারাচ্ছে রাজস্ব।
[৬] অন্যদিকে এভাবে বালু তোলায় পরিবেশের ক্ষতির সাথে সাথে রেল সেতুটি ঝুঁকির মধ্যে রয়েছে।