শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২১, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ার বরমচালের বড়ছড়ার বালু মহালে চলছে হরিলুট

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে অবস্থিত উন্নত মানের বালু মহাল বড়ছড়া। মহাল থেকে বালু উত্তোলনের ফলে এলাকার ব্যাপক ক্ষতির কথা বিবেচনা করে সরকার ইজারা প্রদান বন্ধ রেখেছে।

[৩] এই ছড়ার উপরে ব্রিজে কয়েক বছর আগে ঘটে আন্তনগর উপবন ট্রেনের ভয়াবহ দূর্ঘটনা। রেল ব্রিজের নিচের পিলারের পাশ থেকে প্রায়ই বালু তুলতে দেখা যায়। বিশেষ করে রাতের আধারে চোরা কারবারিরা বালু তুলে ট্রাক ট্রলি বা নৌকা দিয়ে প্রতিদিনই অবৈধভাবে বালু বিক্রি করে আসছে।

[৪] এলাকার কিছু অসাধু ও অতি মুনাফা লোভী ব্যক্তি প্রতিদিন বালু উত্তোলন করে অবাধে বিক্রি করছেন। স্থানীয় সচেতন লোকজন বাঁধা দিলেও বালু পাচারকারীচক্র তাতে কর্নপাত করছে না। এতে সরকার বড় অংকের রাজস্ব হারাচ্ছে।

[৫] কুলাউড়া উপজেলা প্রশাসন এব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। শনিবার (১৯ জুন) বিকেলে বড়ছড়ার তীরে বিক্রির উদ্দেশ্যে স্তুপ করে বালুর ছবিগুলো তোলা হয়। ছড়ার পাশে দেখা যায় স্তুপ করে রাখা হয়েছে বালু। আর এই বালু বিক্রি করে অসাধু ব্যক্তিরা লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে। অথচ সরকার হারাচ্ছে রাজস্ব।

[৬] অন্যদিকে এভাবে বালু তোলায় পরিবেশের ক্ষতির সাথে সাথে রেল সেতুটি ঝুঁকির মধ্যে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়