শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০১:৩১ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ০২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরুষদের প্রজনন শক্তিতে প্রভাব ফেলে না কোভিড টিকা, নিশ্চিত হলেন বিজ্ঞানীরা

রাশিদুল ইসলাম : [২] পুরুষের প্রজনন শক্তির ওপরে কোভিড ভ্যাকসিনের কোনও প্রভাব পড়ে কিনা, তা নিয়ে গবেষণা শুরু করেন যুক্তরাষ্ট্রের মিয়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। মোট ৪৫ জন পুরুষ স্বেচ্ছাসেবক এই গবেষণায় অংশগ্রহণ করেন। গবেষণার ফল বলছে, এমআরএনএ ভ্যাকসিন নেওয়ার পরেও স্বেছাসেবকদের বীর্যে ‘স্বাস্থ্যকর মাত্রায়’ শুক্রাণু আছে। টাইমস অব ইন্ডিয়া

[৩] জার্নাল অব আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষণা বলছে ৪৫ জন পুরুষের মধ্যে ২১ জনকে ফাইজার বায়ো এনটেকের টিকা দেওয়া হয়েছিল। বাকি ২৪ জনকে দেওয়া হয়েছিল মোডার্নার ভ্যাকসিন। তাদেরও বীর্যে শুক্রাণুর সংখ্যা কমেনি।

[৪] গত বছর বিজ্ঞানীরা জানিয়েছিলেন, কোভিড আক্রান্তদের প্রজনন শক্তি হ্রাস পাওয়ার শঙ্কা আছে। কিন্তু কোভিডের ভ্যাকসিনের সঙ্গে পুরুষদের প্রজনন শক্তির কোনও সম্পর্ক আছে কিনা, তা নিয়ে গবেষণা হল এই প্রথমবার।

[৫] শুক্রবার ওয়ার্ল্ডোমিটার জানায়, এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৮২ লক্ষ ৭৮৫১ জন। মারা গিয়েছেন ৩৮ লক্ষ ৫৮ হাজার ৭৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ২৭ লক্ষ ১৬ হাজার ৮৭৮ জন। বিশ্ব জুড়েই স্তিমিত হচ্ছে করোনার দ্বিতীয় ওয়েভ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়