শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৮:২১ সকাল
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিমেকে অরুচি সালমান খানের!

বিনোদন ডেস্ক: বলিউডের ‘ভাইজান’ সালমান খানের কখন কী ইচ্ছে হয় তা বোঝা মুশকিল। এ যেমন এক দশকের বাইরের রিমেকের বাইরে তাকে কোনভাবেই পাওয়া যাচ্ছিল না। এমনকি অনেকে অনেকভাবে বোঝালেও তিনি সেসব কানে তুলেননি। তবে মনে হচ্ছে তার রিমেকে কিছুটা অরুচি ধরেছে। সারাবাংলা

এ যেমন সম্প্রতি ঘোষণা আসা তামিল সুপারস্টার বিজয় অভিনীত ‘মাস্টার’-এর রিমেকের ক্ষেত্রে নতুন কথা শোনা যাচ্ছে। তার টিমের বেশ কয়েকজন জানিয়েছেন, সালমান তাদেরকে বলেছেন মাস্টারের গল্পকে নতুন করে ভাবতে। এর মূল গল্প ঠিক রেখে খোলনলচে পাল্টতে ফেলতে।

গত তিন মাস ধরে সালমানের টিম ‘মাস্টার’-এর স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে। তিনি তাদের জানিয়েছেন, ‘মাস্টার’-এর জেডি চরিত্রটি তার অনেক পছন্দ হয়েছে তিনি মনে করেন চরিত্রটিতে দর্শকদের বিনোদন দেওয়ার মতো অনেক উপাদান রয়েছে। কিন্তু তিনি আর দক্ষিণ ভারতীয় ছবির হুবহু কপি পেস্ট বানাতে চান না।

এ ছবিতে তাকে একজন মাতাল মাস্টারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তবে পরিচালকদের তিনি শর্ত দিয়েছেন এখানে মাস্টারের চরিত্রটি ঠিক রেখে সম্পূর্ণ নতুন গল্প নিয়ে আসতে।

নতুন করে গল্প লেখার কাজ দ্রুতই এগিয়ে চলছে। প্রযোজকরা নতুন গল্প লক হয়ে গেলে সালমানকে তা শোনাবেন। একটা জায়গায় সালমান পরিষ্কার বলে দিয়েছেন, অবশ্যই সম্পূর্ণ ফ্রেশ স্ক্রিপ্ট লাগবে, যেখানে নানা ধরণের উত্তেজনায় ভরপুর থাকবে।

এদিকে সালমান খান প্রথমবারের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন। রাজকুমার গুপ্ত এটি পরিচালনা করবেন ভারতীয় গোয়েন্দা রবীন্দ্র কৌশিকের জীবনী অবলম্বনে। ছবিটির নাম এখনও ঠিক হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়