শিরোনাম
◈ পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড ◈ পূর্বাচল প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ◈ বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ, তবে তৃতীয় দেশে পাঠাতে চায় ভারত; যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শেখ হাসিনা ◈ জাতীয় নির্বাচনের আগে যে তিন চ্যালেঞ্জের মু‌খোমু‌খি বিএনপি ◈ বেহাল দশা লিভারপু‌লের, নি‌জের মাঠেই হে‌রে গে‌লো ডাচ ক্লাবের কাছে ◈ ব্রিটেনে ন্যূনতম মজুরি বাড়ল: আগামী এপ্রিল থেকে ঘণ্টায় বাড়বে সব বয়সের শ্রমিকদের আয় ◈ বায়ার্ন মিউনিখকে ৩-১ গো‌লে হারা‌লো আ‌র্সেনাল ◈ তারেক রহমান এখনও ভোটার নন, ডিসেম্বরে দেশে এসেই ভোটার হবেন: দলীয় সূত্র ◈ ফিফা নিষেধাজ্ঞা স্থগিত কর‌লো, বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন রোনালদো ◈ কেন বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা ঝুঁকিপূর্ণ হতে পারে

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৮:২১ সকাল
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিমেকে অরুচি সালমান খানের!

বিনোদন ডেস্ক: বলিউডের ‘ভাইজান’ সালমান খানের কখন কী ইচ্ছে হয় তা বোঝা মুশকিল। এ যেমন এক দশকের বাইরের রিমেকের বাইরে তাকে কোনভাবেই পাওয়া যাচ্ছিল না। এমনকি অনেকে অনেকভাবে বোঝালেও তিনি সেসব কানে তুলেননি। তবে মনে হচ্ছে তার রিমেকে কিছুটা অরুচি ধরেছে। সারাবাংলা

এ যেমন সম্প্রতি ঘোষণা আসা তামিল সুপারস্টার বিজয় অভিনীত ‘মাস্টার’-এর রিমেকের ক্ষেত্রে নতুন কথা শোনা যাচ্ছে। তার টিমের বেশ কয়েকজন জানিয়েছেন, সালমান তাদেরকে বলেছেন মাস্টারের গল্পকে নতুন করে ভাবতে। এর মূল গল্প ঠিক রেখে খোলনলচে পাল্টতে ফেলতে।

গত তিন মাস ধরে সালমানের টিম ‘মাস্টার’-এর স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে। তিনি তাদের জানিয়েছেন, ‘মাস্টার’-এর জেডি চরিত্রটি তার অনেক পছন্দ হয়েছে তিনি মনে করেন চরিত্রটিতে দর্শকদের বিনোদন দেওয়ার মতো অনেক উপাদান রয়েছে। কিন্তু তিনি আর দক্ষিণ ভারতীয় ছবির হুবহু কপি পেস্ট বানাতে চান না।

এ ছবিতে তাকে একজন মাতাল মাস্টারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তবে পরিচালকদের তিনি শর্ত দিয়েছেন এখানে মাস্টারের চরিত্রটি ঠিক রেখে সম্পূর্ণ নতুন গল্প নিয়ে আসতে।

নতুন করে গল্প লেখার কাজ দ্রুতই এগিয়ে চলছে। প্রযোজকরা নতুন গল্প লক হয়ে গেলে সালমানকে তা শোনাবেন। একটা জায়গায় সালমান পরিষ্কার বলে দিয়েছেন, অবশ্যই সম্পূর্ণ ফ্রেশ স্ক্রিপ্ট লাগবে, যেখানে নানা ধরণের উত্তেজনায় ভরপুর থাকবে।

এদিকে সালমান খান প্রথমবারের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন। রাজকুমার গুপ্ত এটি পরিচালনা করবেন ভারতীয় গোয়েন্দা রবীন্দ্র কৌশিকের জীবনী অবলম্বনে। ছবিটির নাম এখনও ঠিক হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়