শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৩:২২ রাত
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর সরানো যাবে না পানীয় বোতল, সরালে শাস্তি

স্পোর্টস ডেস্ক : প্রথমে ক্রিশ্চিয়ানো রোনালদো, এরপর পল পগবা। এই দুজনেই থেমে ছিল না, ইতালির ম্যানুয়েল লোকাতেল্লিও সংবাদ সম্মেলনের টেবিল থেকে সরিয়ে রাখেন পানীয় বোতল। আরটিভি

পর্তুগিজ তারকা রোনালদো সংবাদ সম্মেলনে এসে টেবিলে থাকা দুটি কোকা-কোলার বোতল সরিয়ে ইউরোর শেয়ার বাজারে তাদের ১.৬ শতাংশ দাম কমিয়ে দেন। এতে বেশ হৈচৈ পড়ে যায় বিশ্বজুড়ে।

এরপরই ফরাসি তারকা পল পগবা এসে ‘হেইনিকেন’ বিয়ারের বোতল সরান টেবিল থেকে। ক্রমান্বয়ে লোকাতেল্লিও সরান কোকা-কোলার বোতল।

এই দুটি পানীয় কোম্পানি ইউরো ক্যাপের স্পন্সর প্রতিষ্ঠান। বলা যায়, লাভ করতে এসে উল্টো ক্ষতির মুখে পড়তে হয় প্রতিষ্ঠানগুলোকে। এ নিয়ে প্রতিষ্ঠানগুলো তীব্র প্রতিক্রিয়া না দেখালেও কোকা-কোলা কোম্পানির মুখপাত্র জানান, এসব পছন্দ না হলে না খেলেই হয়। তাই বলে সরিয়ে রাখা তো ঠিক কাজ না।

ব্যপারটি উয়েফা কর্তৃপক্ষের নজরেও পড়েছে। তাতে টনক নড়েছে। স্পষ্ট করে বলে দেয়া হয়েছে, সামনে এমনটি কেউ করলে শাস্তি পেতে হবে।

এ নিয়ে ইউরোর পক্ষ থেকে সব দলকে সতর্ক করে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই, টুর্নামেন্ট আয়োজন বড় অংশ এই স্পন্সর। এমন কাজ সামনে কেউ করলে জরিমানাও করা হতে পারে। গোটা ইউরোপে ফুটবল ছড়িয়ে দেওয়ার জন্য এসব স্পন্সর প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন।’

এসবের আবার বিপরীত দৃশ্যও দেখা গেছে। রাশিয়ান কোচ স্তানিস্লাভ চেরচেশভ ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে এসে দুবার কোক খেয়ে বুঝিয়ে দেন স্পন্সরদের পক্ষে দাঁড়ানোর বিষয়টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়