রাকিবুল আবির: [২] ভারতের পোহরি অঞ্চলে রাস্তার পাশে উল্টে পরে একটি তেলবাহী ট্রাক, দুর্ঘটনায় আহত হয় ড্রাইভার অথচ আহত ওই ব্যক্তির দিকে সাহায্যের হাত বাড়াচ্ছে না কেউই। উল্টো ট্যাঙ্কার থেকে তেল লুট করায় ব্যস্ত সবাই। কেউ নিচ্ছিল বোতলে তো কেউ প্লাস্টিকের বক্সে। এনডিটিভি
[৩] ঘটনাটি দেখা যায় ফেসবুকের একটি ভিডিও চিত্রে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, মধ্য প্রদেশের একটি অঞ্চল পোহরিতে একটি ট্রাক উল্টে আছে, আর তার থেকে ইচ্ছে মতো তেল নিয়ে যাচ্ছে যে কেউই। এমনকি চলন্ত বাইক থামিয়ে পেট্রল ভরে নিচ্ছে মানুষ। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল