শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটার তাসকিনের হাতে পাঁচ সেলাই, খেলতে পারছেন না সুপার লিগ

স্পোর্টস ডেস্ক : [২] ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগ পর্ব থেকে ছিটকে গেছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। হাতে পাঁচ সেলাই পড়েছে এই পেসারের। শনিবার (১৯ জুন) থেকে শুরু হতে যাওয়া সুপার লিগ পর্বে মোহামেডান স্পোর্টিং লিমিটেডের হয়ে মাঠে নামার কথা ছিল তার।

[৩] বুধবার (১৬ জুন) বিকেএসপিতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির মুখোমুখি হয়েছিল মোহামেডান। লিগের একমাত্র সুপার ওভারের ম্যাচে সেদিন খেলাঘরকে হারিয়েছিল সাদাকালোরা। সে ম্যাচেই চোট পান তাসকিন।

[৪] খেলাঘরের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান তাসকিন। আঘাতের জায়গা ফেটে যাওয়ায় সেখানে ৫টি সেলাই দেওয়া হয়েছে। এজন্য সে গতকাল গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে খেলেনি’। এমনটাই গণমাধ্যমে বলেন, মোহামডান স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন।

[৫] তিনি আরো বলেন, আপাতত ৭ দিন তাসকিন মাঠে নামতে পারবে না। সে হিসেবে সুপার লিগ খেলার কোনো সুযোগ নেই। সেরে উঠলেও ঝুঁকি নিয়ে আমরা নামাব না। সামনে জিম্বাবুয়ে সফর।

[৬] ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল মোহাম্মদ স্পোর্টিং ক্লাবে খেলছেন তাসকিন। লিগ পর্বে তার দল ১১টি ম্যাচ খেললেও। তাসকিন খেলেছেন ৮টি ম্যাচ। দলের পক্ষে সর্বোচ্চ ১০টি উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।

[৭] ফর্মে থাকা তাসকিনকে আবারও বরণ করে নিতে হচ্ছে দুর্ভাগ্য। ডিপিএলের বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়