শিরোনাম
◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং ◈ বন্দরকে না জানিয়েই উধাও মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ‘ক্যাপ্টেন নিকোলাস’ ◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটার তাসকিনের হাতে পাঁচ সেলাই, খেলতে পারছেন না সুপার লিগ

স্পোর্টস ডেস্ক : [২] ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগ পর্ব থেকে ছিটকে গেছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। হাতে পাঁচ সেলাই পড়েছে এই পেসারের। শনিবার (১৯ জুন) থেকে শুরু হতে যাওয়া সুপার লিগ পর্বে মোহামেডান স্পোর্টিং লিমিটেডের হয়ে মাঠে নামার কথা ছিল তার।

[৩] বুধবার (১৬ জুন) বিকেএসপিতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির মুখোমুখি হয়েছিল মোহামেডান। লিগের একমাত্র সুপার ওভারের ম্যাচে সেদিন খেলাঘরকে হারিয়েছিল সাদাকালোরা। সে ম্যাচেই চোট পান তাসকিন।

[৪] খেলাঘরের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান তাসকিন। আঘাতের জায়গা ফেটে যাওয়ায় সেখানে ৫টি সেলাই দেওয়া হয়েছে। এজন্য সে গতকাল গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে খেলেনি’। এমনটাই গণমাধ্যমে বলেন, মোহামডান স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন।

[৫] তিনি আরো বলেন, আপাতত ৭ দিন তাসকিন মাঠে নামতে পারবে না। সে হিসেবে সুপার লিগ খেলার কোনো সুযোগ নেই। সেরে উঠলেও ঝুঁকি নিয়ে আমরা নামাব না। সামনে জিম্বাবুয়ে সফর।

[৬] ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল মোহাম্মদ স্পোর্টিং ক্লাবে খেলছেন তাসকিন। লিগ পর্বে তার দল ১১টি ম্যাচ খেললেও। তাসকিন খেলেছেন ৮টি ম্যাচ। দলের পক্ষে সর্বোচ্চ ১০টি উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।

[৭] ফর্মে থাকা তাসকিনকে আবারও বরণ করে নিতে হচ্ছে দুর্ভাগ্য। ডিপিএলের বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়