শিরোনাম
◈ ঢাকায় পা রাখলেন তারেক রহমান (সরাসরি) ◈ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফায়ার কার্তুজ-বুলেট ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ ◈ গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন ◈ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তারেক রহমানকে বহনকারী বিমান ◈ ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচন ◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২ ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান ◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৫:৩১ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অসুস্থ বৃদ্ধা বোনকে রাস্তায় ফেলে গেলো ভাই, ৯৯৯ এ ফোন কলে উদ্ধার করলো পুলিশ

সুজন কৈরী : [২] জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাস্তায় পড়ে থাকা অসুস্থ এক বৃদ্ধাকে উদ্ধার করে একটি বেসরকারী স্বেচ্ছাসেবী বৃদ্ধ ও শিশু আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে রাজধানীর সূত্রাপুর থানা পুলিশ।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বুধবার রাত সোয়া ১১টায় বিপ্লব সরকার নামের একজন পথচারী সূত্রাপুরের কাঠেরপুল থেকে ফোন করে জানান, সেখানে কসমোপলিটন স্কুলের নীচে রাস্তায় ৬৫/৭০ বছরের বয়স্কা এক অসুস্থ বৃদ্ধা পড়ে আছেন। তিনি কান্নাকাটি করছিলেন। পথচারী বৃদ্ধাকে জিজ্ঞেস করে জানতে পেরেছেন সোহাগ নামে বৃদ্ধার রিকশাচালক ভাই সকালে তাকে সেখানে ফেলে রেখে চলে গেছে। বৃদ্ধার নাম মেহেরুন। বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় বলে জানিয়েছেন।

[৪] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি সূত্রাপুর থানায় জানায়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

[৫] পরে রাত সাড়ে ১২টায় সূত্রাপুর থানার এএসআই জুয়েল মিয়া ৯৯৯ কে ফোনে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে খাবার দেন ও প্রাথমিক শুশ্রুষা করেন। সেই সঙ্গে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রাজধানীর কল্যাণপুরে অবস্থিত চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারকে জানান। পরে প্রতিষ্ঠানের কর্মীরা গিয়ে বৃদ্ধাকে তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যান।

[৬] বৃহষ্পতিবার সকালে ৯৯৯ থেকে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে ফোন করা হলে তারা জানায়, বৃদ্ধা বর্তমানে সুস্থ আছেন। কেউ তাকে নিতে রাজি না হলে তাদের কেন্দ্রে বৃদ্ধা আমৃত্যু থাকতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়