শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৫:৩১ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অসুস্থ বৃদ্ধা বোনকে রাস্তায় ফেলে গেলো ভাই, ৯৯৯ এ ফোন কলে উদ্ধার করলো পুলিশ

সুজন কৈরী : [২] জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাস্তায় পড়ে থাকা অসুস্থ এক বৃদ্ধাকে উদ্ধার করে একটি বেসরকারী স্বেচ্ছাসেবী বৃদ্ধ ও শিশু আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে রাজধানীর সূত্রাপুর থানা পুলিশ।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বুধবার রাত সোয়া ১১টায় বিপ্লব সরকার নামের একজন পথচারী সূত্রাপুরের কাঠেরপুল থেকে ফোন করে জানান, সেখানে কসমোপলিটন স্কুলের নীচে রাস্তায় ৬৫/৭০ বছরের বয়স্কা এক অসুস্থ বৃদ্ধা পড়ে আছেন। তিনি কান্নাকাটি করছিলেন। পথচারী বৃদ্ধাকে জিজ্ঞেস করে জানতে পেরেছেন সোহাগ নামে বৃদ্ধার রিকশাচালক ভাই সকালে তাকে সেখানে ফেলে রেখে চলে গেছে। বৃদ্ধার নাম মেহেরুন। বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় বলে জানিয়েছেন।

[৪] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি সূত্রাপুর থানায় জানায়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

[৫] পরে রাত সাড়ে ১২টায় সূত্রাপুর থানার এএসআই জুয়েল মিয়া ৯৯৯ কে ফোনে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে খাবার দেন ও প্রাথমিক শুশ্রুষা করেন। সেই সঙ্গে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রাজধানীর কল্যাণপুরে অবস্থিত চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারকে জানান। পরে প্রতিষ্ঠানের কর্মীরা গিয়ে বৃদ্ধাকে তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যান।

[৬] বৃহষ্পতিবার সকালে ৯৯৯ থেকে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে ফোন করা হলে তারা জানায়, বৃদ্ধা বর্তমানে সুস্থ আছেন। কেউ তাকে নিতে রাজি না হলে তাদের কেন্দ্রে বৃদ্ধা আমৃত্যু থাকতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়