শিরোনাম
◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ◈ এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশি হাইকমিশনারকে ‘হুমকি’ দেওয়া নিয়ে মুখ খুলল ভারত ◈ গণমাধ্যমে হামলা সরকারের দুর্বলতা, মবোক্রেসি বরদাশত নয়: সালাহউদ্দিন আহমদ ◈ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ◈ কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধ.র্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৯:৪৪ রাত
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৯:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপহৃত ব্যক্তি উদ্ধারসহ ৭ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

সুজন কৈরী: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে অপহৃত হওয়া ভিকটিম মো. শাহজাহানকে (২২) উদ্ধার করেছে র‌্যাব। সেই সঙ্গে ৭ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর কাঠুরিয়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করে র‌্যাব-১০।

গ্রেপ্তার ৭ জনের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক। বাকি তিন জন আসলাম (২৫), সৈয়দ আল আমিন (২২), ফয়েজ উল্লাহ (২০)। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

বুধবার র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৪ জুন সকালে প্রতিদিনের মতো ভিকটিম শাহজাহান কর্মস্থলে যায়। কিন্তু রাত গভীর হলেও ভিকটিম বাসায় না ফিরায় পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরের দিন মঙ্গলবার সকালে শাহজাহানের বড় ভাই ভিকটিমের শশুরের কাছ থেকে জানতে পারেন তাকে অপহরন করা হয়েছে। ওই সংবাদ পাওয়ার পর বড় ভাই ভিকটিমের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করলে ভিকটিমের উচ্চস্বরে কান্নাকাটি শব্দ শুনতে পান এবং অপহরনকারীদের একজন ভিকটিমের বড় ভাইয়ের কাছে মুক্তিপনের জন্য বিকাশের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা পাঠাতে বলে। না দিলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই র‌্যাব-১০ এর কাছে অভিযোগ করেন। এরপর ভিকটিমকে উদ্ধারে তাৎক্ষনিক একটি বিশেষ টিম নিয়োগ করে ব্যাটালিয়নটি। এরই ধারাবাহিকতায় ব্যার-১০ এর একটি দল অভিযান চালিয়ে ভিকটিম শাহজাহানকে উদ্ধর করে এবং ৭ জন অপহরণকারীকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছেন, তারা গ্রেপ্তার আসলামের নেতৃত্বে গত ১৪ জুন রাত পৌনে ১১টার দিকে কর্মস্থল থেকে তার বাসায় যাওয়ার পথে শাহজাহানকে অপহরণ করে। তারা ভিকটিমের ব্যবহৃত মোবাইল থেকে ভিকটিমের বড় ভাইয়ের কাছে মুক্তিপনের টাকা দাবি করেছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ভিকটিমের বড় ভাই বাদি হয়ে একটি অপহরন মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়