শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৯:৪৪ রাত
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৯:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপহৃত ব্যক্তি উদ্ধারসহ ৭ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

সুজন কৈরী: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে অপহৃত হওয়া ভিকটিম মো. শাহজাহানকে (২২) উদ্ধার করেছে র‌্যাব। সেই সঙ্গে ৭ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর কাঠুরিয়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করে র‌্যাব-১০।

গ্রেপ্তার ৭ জনের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক। বাকি তিন জন আসলাম (২৫), সৈয়দ আল আমিন (২২), ফয়েজ উল্লাহ (২০)। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

বুধবার র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৪ জুন সকালে প্রতিদিনের মতো ভিকটিম শাহজাহান কর্মস্থলে যায়। কিন্তু রাত গভীর হলেও ভিকটিম বাসায় না ফিরায় পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরের দিন মঙ্গলবার সকালে শাহজাহানের বড় ভাই ভিকটিমের শশুরের কাছ থেকে জানতে পারেন তাকে অপহরন করা হয়েছে। ওই সংবাদ পাওয়ার পর বড় ভাই ভিকটিমের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করলে ভিকটিমের উচ্চস্বরে কান্নাকাটি শব্দ শুনতে পান এবং অপহরনকারীদের একজন ভিকটিমের বড় ভাইয়ের কাছে মুক্তিপনের জন্য বিকাশের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা পাঠাতে বলে। না দিলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই র‌্যাব-১০ এর কাছে অভিযোগ করেন। এরপর ভিকটিমকে উদ্ধারে তাৎক্ষনিক একটি বিশেষ টিম নিয়োগ করে ব্যাটালিয়নটি। এরই ধারাবাহিকতায় ব্যার-১০ এর একটি দল অভিযান চালিয়ে ভিকটিম শাহজাহানকে উদ্ধর করে এবং ৭ জন অপহরণকারীকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছেন, তারা গ্রেপ্তার আসলামের নেতৃত্বে গত ১৪ জুন রাত পৌনে ১১টার দিকে কর্মস্থল থেকে তার বাসায় যাওয়ার পথে শাহজাহানকে অপহরণ করে। তারা ভিকটিমের ব্যবহৃত মোবাইল থেকে ভিকটিমের বড় ভাইয়ের কাছে মুক্তিপনের টাকা দাবি করেছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ভিকটিমের বড় ভাই বাদি হয়ে একটি অপহরন মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়