শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৯:৪৪ রাত
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৯:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপহৃত ব্যক্তি উদ্ধারসহ ৭ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

সুজন কৈরী: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে অপহৃত হওয়া ভিকটিম মো. শাহজাহানকে (২২) উদ্ধার করেছে র‌্যাব। সেই সঙ্গে ৭ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর কাঠুরিয়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করে র‌্যাব-১০।

গ্রেপ্তার ৭ জনের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক। বাকি তিন জন আসলাম (২৫), সৈয়দ আল আমিন (২২), ফয়েজ উল্লাহ (২০)। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

বুধবার র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৪ জুন সকালে প্রতিদিনের মতো ভিকটিম শাহজাহান কর্মস্থলে যায়। কিন্তু রাত গভীর হলেও ভিকটিম বাসায় না ফিরায় পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরের দিন মঙ্গলবার সকালে শাহজাহানের বড় ভাই ভিকটিমের শশুরের কাছ থেকে জানতে পারেন তাকে অপহরন করা হয়েছে। ওই সংবাদ পাওয়ার পর বড় ভাই ভিকটিমের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করলে ভিকটিমের উচ্চস্বরে কান্নাকাটি শব্দ শুনতে পান এবং অপহরনকারীদের একজন ভিকটিমের বড় ভাইয়ের কাছে মুক্তিপনের জন্য বিকাশের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা পাঠাতে বলে। না দিলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই র‌্যাব-১০ এর কাছে অভিযোগ করেন। এরপর ভিকটিমকে উদ্ধারে তাৎক্ষনিক একটি বিশেষ টিম নিয়োগ করে ব্যাটালিয়নটি। এরই ধারাবাহিকতায় ব্যার-১০ এর একটি দল অভিযান চালিয়ে ভিকটিম শাহজাহানকে উদ্ধর করে এবং ৭ জন অপহরণকারীকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছেন, তারা গ্রেপ্তার আসলামের নেতৃত্বে গত ১৪ জুন রাত পৌনে ১১টার দিকে কর্মস্থল থেকে তার বাসায় যাওয়ার পথে শাহজাহানকে অপহরণ করে। তারা ভিকটিমের ব্যবহৃত মোবাইল থেকে ভিকটিমের বড় ভাইয়ের কাছে মুক্তিপনের টাকা দাবি করেছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ভিকটিমের বড় ভাই বাদি হয়ে একটি অপহরন মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়