স্পোর্টস ডেস্ক : [২] কোপা আমেরিকা ফুটবলে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোকাবিলা করবে চিলি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ৩টায় খেলা অনুষ্ঠিত হবে। পরিসংখ্যান বলছে, সবশেষ ৯ বারের দেখায় চিলির বিপক্ষে হার নেই আর্জেন্টিনার। সেই সাথে জাতীয় দলের হয়ে মেসির শিরোপা জয়ের বার্তা বাড়তি অনুপ্রেরণা জোগাবে আর্জেন্টিনাকে। এছাড়া ব্রাজিলের মাটিতে চিলির পরিসংখ্যান খুবই খারাপ। সবশেষ পাঁচ টুর্নামেন্টের চারটিতেই গ্রুপ পর্ব পেরোতে পারে নি চিলি।
[৩] ম্যাচ পূর্ববর্তী এক সাক্ষাৎকারে লিওনেল মেসি জানান, আমি সবসময় জাতীয় দলের হয়ে সেরাটা দেয়ার চেষ্টা করি। আমি স্বপ্ন দেখি জাতীয় দলের হয়ে শিরোপা জেতার। স্বপ্নের খুব কাছাকাছি গিয়েও আমাকে কয়েকবার খালি হাতে ফিরতে হয়েছে। যতক্ষণ পারি শিরোপা জয়ের চেষ্টা করে যাবো।
[৪] অন্যদিকে, চিলির কোচ মার্টিন ল্যাসারতে জানান, আর্জেন্টিনা অনেক ভালো দল। তাদের অনেক ভালো ফুটবলার রয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। উপভোগ্য একটি ম্যাচ হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।