রাশিদুল ইসলাম : [২] জি সেভেন সম্মেলনে উন্নত দেশের নেতারা কোভিড স্বাস্থ্য বিধি মেনে চলার ক্ষেত্রে কোনো ধার ধারেননি। শারীরিক দূরত্ব ভেঙ্গে একে অপরকে আলীঙ্গন, পিঠ চাপড়ে দেওয়া, মাস্ক পরিধান না করা এবং বারবিকিউতে ঘুরে বেড়ানোর দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছে। ডেইলি মেইল
[৩] অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন যেখানে বিয়ে বা অন্তেষ্টিক্রিয়ার মত শোক অনুষ্ঠানেও কোভিড স্বাস্থ্য বিধি কড়াকড়িভাবে মেনে চলতে বাধ্য করা হচ্ছে সেখানে রাজনীতিবিদদের ক্ষেত্রে এধরনের ছাড় কেনো? আমাদের বেলায় ভিন্ন নীতি কেনো?
[৪] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহ জি সেভেনের অন্য নেতাদের বিরুদ্ধে সামাজিক দূরত্ব ভাঙ্গার অভিযোগ এসেছে।
[৫] এসব নেতা ছবি তোলার সময় গায়ে গা লাগিয়ে পোজ দেন।
[৬] সৈকতে বারবিকিউতে মাস্ক ছাড়া ঘনিষ্ট হয়ে কথা বলছেন জি সেভেন নেতৃবৃন্দ এমন ছবি পোস্ট দিয়ে সমালোচনাকারীরা বলছেন এটা কিভাবে সম্ভব হয়েছে।
[৭] ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক র্যাব স্কাই নিউজকে রোববার সকালে বলেন জি সেভেন সামিটে নেতারা সামাজিক দূরত্ব মেনে চলেছেন। ৩০ জনের বেশি মানুষকে সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠানে সমবেত হতে দেওয়া হয়নি।
[৮] তবে অনানুষ্ঠানিকভাবে জি সেভেন নেতারা যেসব অনুষ্ঠানে মিলিত হন, এমনকি ব্রিটেনের রানি উপস্থিত ছিলেন এমন অনুষ্ঠানে অনেকে মাস্ক পরিধান করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকজন মন্তব্য করেন এতে বিস্ময়ের কি আছে!