শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

এম এ হালিম: [২] ভারের আশুলিয়ার ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় তারা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রবিবার সকালে বকেয়া বেতনের দাবিতে লেনী ফ্যাশন নামের একটি কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন। তারা এক মাসের বকেয়া বেতন ও সার্ভিস চার্জের পাওনাদি পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

[৩] শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে ডিইপিজেডের পুরাতন জোনের লেনী ফ্যাশনে কাজ করে আসছিলো প্রায় ৬ হাজার শ্রমিক। কারখানাটি ১ মাসের বকেয়া বেতন ও সার্ভিজ চার্জের পাওনাদি পরিশোধ না করে হঠাৎ করে বন্ধ ঘোষণা করেন। আজ শ্রমিকদের টাকা পরিশোধ করার কথা ছিল কতৃপক্ষের। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী কারখানার সামনে গেলে কোনো সাড়া না পেয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এসময় তাদের বুঝিয়ে সরিয়ে দিলে বের হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়। এসময় পুলিশ টিআরশেল নিক্ষেপ করলে শ্রমিকরাও ইটপাটকেল ছোড়েন। এসময় বিকেএসপিতে খেলোয়াড় নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতেও ইটের আঘাত লাগে।

[৪] বিকেএসপির পাবলিক রিলেশন অফিসার আশরাফুল আলম তথ্য নিশ্চিত করে বলেন, সকালে ডিইপিজেড এর সামনে একটি কারখানায় শ্রমিক অসন্তোষ হলে ইট পাটকেল ছোড়ে শ্রমিকরা। বিকেএসপি যাওয়ার পথে আম্পায়ার ও খেলোয়াড়ের গাড়ি যানজটে আটকা পড়ে। শ্রমিকদের ছোড়া ইট এসময় আম্পায়ারের গাড়িতে এসে পড়ে। খেলোয়ারদের ওপর উদ্যেশ্যমূলক কোনো হামলার ঘটনা ঘটেনি। বর্তমানে বিকেএসপির মাঠে খেলা চলছে।

[৫] এব্যাপারে বেপজার (ডিইপিজেড) জিএম আব্দুস সোবহান বলেন, ওই কারখানার শ্রমিকরা কোনো এক ফেইসবুক মেসেঞ্জার কিংবা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ভুল খবরে জানতে পারে তাদের আজ বকেয়া পাওনাদি পরিশোধ করা হবে। এরপর শ্রমিকরা কারখানার সামনে জমায়েত হলে মাইক দিয়ে তাদের জানিয়ে দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষ কোনো মেসেজ দেয়নি। তারা ভুল খবর পেয়েছেন। এরপর শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।মালিকপক্ষ দেশের বাইরে থাকায় তাদের পাওনাদি পরিশোধ করা সম্ভব হচ্ছে না।মালিকপক্ষের সাথে আলোচনা যতো দ্রুত সম্ভব তাদের বকেয়া পাওনাদি পরিশোধ করা হবে।

[৬] শিল্প পুলিশ-১ এর পরিচালক আসাদুজ্জামান জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়