শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ১২:৪৭ রাত
আপডেট : ১২ জুন, ২০২১, ১২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

গোলাম সারোয়ার: [২] ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে ০৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।

[৩] শুক্রবার (১১ জুন) বিকেলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] র‌্যাব সূত্রে জানা যায়- শুক্রবার (১১ জুন) সকাল ০৮.৪৫টায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন গোলচত্তর যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. ইকবাল হোসেন (২২) কে গ্রেপ্তার করে র‌্যাব। পরিচয় সূত্রে জানা যায়- পিতা-মৃত আবু তাহের, গ্রাম-বাসুদেবপুর, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া। এসময় ধৃত আসামির নিকট হতে ০৬ কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ১০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

[৫] ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়- সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে আসে। রাজধানীর কতিপয় ব্যক্তির কাছে বিক্রয় করবে বলে ধৃত আসামি স্বীকার করে।

[৬] উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা : মারুফ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়