শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ১২:৩৩ রাত
আপডেট : ১২ জুন, ২০২১, ১২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প আওয়ামী লীগ সরকারের বড় অর্জন: এমপি মোছলেম

এম.ইউছুপ রেজা: [২] চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প আওয়ামী লীগ সরকারের বড় অর্জন এবং যারা বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে আযান বন্ধ হয়ে যাবে তাদের মুখের কথা বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, এই মডেল মসজিদ ভবনটি শুধু একটি মসজিদ নয়, মসজিদ কমপ্লেক্স। এর মধ্যে নারীদের জন্য পৃথক অজুখানা ও নামাজের ব্যবস্থা আছে। এছাড়া ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র, হজের মৌসুমে নগরীর ভেতরের হাজীদের থাকার ব্যবস্থা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, মেহমানদের আবাসন ও বিদেশি পর্যটকদের পরিদর্শন এবং মৃতদেহ গোসলের ব্যবস্থাও আছে।

[৩] তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদের নির্বাচনী ইশতেহারে ছিলো প্রতি উপজেলায় একটি করে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা। আর সেই আলোকে মুসল্লিদের জন্য নামাজ ও ধর্মীয় শিক্ষা, সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতা রোধ, সরকারের উন্নয়নের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ইসলামি মূল্যবোধের লালন ও পরিস্ফুটন ঘটাতে এসব মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে এবং তা ক্রমেই দৃশ্যমান হবে।

[৪] বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আবাসিক প্রকল্প বাকলিয়ার কল্পলোকে নির্মিত মডেল মসজিদসহ দেশের ৫০টি মডেল মসজিদ উদ্বোধন শেষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মসজিদ কমপ্লেক্স আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

[৫] চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী, ইসলামিক ফান্ডেশনের পরিচালক বোরহান উদ্দিন, কল্পলোক আবাসিক সমিতির সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক সফিকুল আলম প্রমুখ।

সম্পাদনা : মারুফ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়