সাকিবুল আলম: [২] দীর্ঘ সাড়ে তিন বছর পর বিজেপি থেকে নিজ দল তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন দলটির একসময়ের কান্ডারি মুকুল রায়। আনন্দ বাজার
[৪] মমতা ব্যনার্জি বললেন, মকুল আগে যেভাবে দলকে নেতৃত্ব দিতেন, এখনোও ঠিক সেভাবেই দেবেন। ওল্ড ইজ ওলওয়েজ গোল্ড।
[৫] তৃণমূলকে সর্বভারতীয় রূপ দিতে মুকুলের ভূমিকার কথা অকপটে স্বীকার করেন মমতা। এদিকে বিজেপি থেকে বেরিয়ে এসে ফুরফুরে মেজাজে আছেন মুকুল রায় নিজেও।
[৬] তিনি বলেন, বিজেপি থেকে বেরিয়ে এখানে এসে খুব ভালো লাগছে। পুরনোদের সঙ্গে দেখা হলো।
[৭] তবে কেন তিনি বিজেপি ছেড়ে চলে গিয়েছিলেন এ বিষয়ে কোন মন্তব্য করেননি এই প্রবীণ নেতা। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল