শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'গেইন অভ ফাংকশন গবেষনা' কি?

ডাঃ আরমান রহমান, ডাবলিন, আয়ারল্যান্ড থেকে.
ইদানিং 'গেইন অভ ফাংকশন গবেষনা' বলে একটা কথা প্রায় ই শোনা যাচ্ছে। কিন্তু এটা সত্যিকার অর্থে কি তা পরিষ্কার করে জানতে হলে বৈজ্ঞানিক গবেষণা সম্মন্ধে ধারণা থাকা জরুরি। এই কথাটা ইদানিং আলোচনায় আসার কারণ হচ্ছে অনেকেই ধারণা করেন সার্স কোভ-২ ভাইরাস চায়নার ল্যাবে বানানো হয়েছে। আমেরিকা চায়নাকে চাপের মধ্যে রাখার জন্যে প্রায়ই দেখবেন এই তত্ত্বের আলোচনার অবতারণা করা হচ্ছে।

গেইন অভ ফাংকশন গবেষনা' সাধারণত যে কোন অর্গানিজম নিয়েই হতে পারে, কিন্তু এটা ভাইরাস নিয়ে গবেষণায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। একটা ভাইরাস কে ল্যাবের ভিতর নিয়ন্ত্রিত পদ্ধতিতে বার বার একই ধরনের সেলকে ইনফেক্ট করতে দিলে সে তার জিন সিকোয়েন্স বদলে আরো শক্তিশালী অথবা আরো দ্রুত ইনফেকশন ছড়াবার ক্ষমতা অর্জন করতে পারে। এই ক্ষমতা কোন কোন জিনের মিউটেশনের উপর ভিত্তি করে হচ্ছে তা দেখাই এই গবেষণার লক্ষ্য ছিল. এর উপর ভিত্তি করেই যাতে ভবিষ্যতের টিকা অথবা ওষুধ আবিষ্কার করা যায়, এই লক্ষেই এই গবেষণা চালানো হোত. যেমন ধরেন সার্স কোভ-২ ভাইরাসের 'ই-৪৮৪কে' মিউটেশন এর কারণে স্পাইক প্রোটিন আমাদের শরীরের এ সি ই-২ রিসেপ্টরকে আরো শক্ত করে ধরে, এবং এটা শরীরের ইমুইন সিস্টেমকে ফাঁকি দেয়ার সক্ষমতা অর্জন করতে পারে।

এই মিউটেশন যদি আপনি ল্যাবের ভিতর পরীক্ষার মাধ্যমে এই ভাইরাসের সিকোয়েন্সে আনতে পারেন, সেটাই 'গেইন অভি ফাংকশন রিসার্চ'. ধরেন এফডিএ'র নিয়ম হল ভ্যাক্সিন তৈরী করতে হলে আগে তা কোন প্রাণীর শরীরে পরীক্ষা করতে হবে. এখন যেই সমস্ত প্রাণী ল্যাবে ভ্যাক্সিন টেস্টের কাজে লাগানো হয়, মানুষের ভাইরাস তাদের ইনফেক্ট না ও করতে পারে, তাহলে কি করা যায়? এই গেইন অভ ফাঙ্কশন রিসার্সের মাধ্যমে আপ্নে ভাইরাসের সিকয়েনসে এমন মিউটেশন আনবেন, যাতে সেই ভাইরাস এখন এই নতুন প্রজাতিকে ইনফেক্ট করার ক্ষমতা অর্জন করবে।

এখানে জেনে রাখা ভাল, ভাইরাসের জীন সিকোয়েন্স এমনিতেই এলোমেলো ভাবে (রেন্ডমলি) মিউটেশন হতে থাকে, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে সুনিদৃষ্ট স্থানে পরিকল্পিত ভাবে মিউটেশন ঘটানোর সক্ষমতা অনেক দেশের বৈজ্ঞানিকদের হাতেই আছে (যেমন সাইট ডাইরেক্টেড মিউটাজেনেসিস).উদাহরণ হিসাবে বলা যায়, ২০১২ সালের সাইন্স জার্নালে প্রকাশিত একটি আর্টিকেলের কথা. এই আর্টিকেলে সাইন্টিস্টরা দেখিয়েছেন একটি ইনফুয়েঞ্জা ভাইরাস ( হেইচ ৫ এন ১) যা বেজীকে (ফেরেট) আক্রান্ত করতে পারতো, ল্যাবে তার মিউটেশন ঘটিয়ে তারা এটাকে বায়ু পরিবাহিত করতে সক্ষম হয়েছেন। মিউটেটেড ভাইরাস আক্রান্ত বেজির নিঃশ্বাসের মাধ্যমে এই ভাইরাস ছড়াচ্ছিল, যা অরিজিনাল ভাইরাস আক্রান্ত বেজির পক্ষে সম্ভব হোত না. উনারা দেখাতে চেয়েছিলেন যে মিউটেশন হলে ভাইরাস বায়ু পরিবাহিত হয়ে যেতে পারে, এবং কোন কোন ওষুধ এই ভাইরাসের জন্যে ভাল কাজ করবে, সেটা।

এই পরীক্ষা নিরীক্ষার অনৈতিক ব্যবহারের কথা ভেবে ২০১৪ সালে বারাক ওবামা এই গবেষণার সমস্ত অর্থায়ন বন্ধ করে দেন. যদিও ডোনাল্ড ট্রামের আমলে এই সদ্ধান্ত প্রত্যাহার করে হয়েছে। গেইন অভ ফাঙ্কশন গবেষণার এটি একটি টেক্সট বুক এক্সাম্পল।যে কোন বৈজ্ঞানিক গবেষণা তা যত ভাল চিন্তা করেই শুরু করা হোক না কেন, তার ভবিষ্যৎ ব্যবহার কি হতে পারে, এটা নির্ধারণের জন্যে সব দেশের সব প্রতিষ্ঠানেই একটি এথিকেল কমিটি থাকে। এই এথিকেল কমিটি ঠিক করে দেয়, কোন গবেষণা করা যাবে, কোন গবেষণা করার দরকার নাই. দেখা যায়, গেইন অভ ফাঙ্কশন গবেষণার খারাপ ব্যবহারের কথা চিন্তা করে পৃথিবীর অনেক দেশেই এটাকে নিষিদ্ধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়