শিরোনাম
◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন”

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ১২:২৪ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহের গৌরীপুরে মোবাইল চুরির অপবাদে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতন

ডেস্ক নিউজ: গত ৪ জুন দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের একটি গ্রামে এ অমানবিক শিশু নির্যাতনের ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। অভিযুক্তরা হলেন- ফাতেমা বেগম ও ছেলে হিমেল। তারা একই উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসিন্দা।

ঘটনাটি প্রথমে স্থানীয়দের মাঝে গোপন থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটি (৯) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

শিশুটির বাবা জানান, ওই দিন দুপুরে বাড়ি থেকে তার ছেলেকে ডেকে নিয়ে যান নির্যাতনকারী ফাতেমা ও তার ছেলে হিমেল। বাড়িতে নিয়ে মোবাইল চুরি অপরাধে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে তাকে মারধর করেন। পরে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন বলে জানান তিনি।

শিশুটির বাবা আরও বলেন, স্থানীয়ভাবে বিচারের আশ্বাসে নির্যাতনের এ ঘটনাটি গোপন রেখেছিলাম।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফ জানান, ফেইসবুক ও স্থানীয় লোকজনের মাধ্যমে বৃহস্পতিবার এ ঘটনার বিষয়ে অবগত হয়েছি। এ ঘটনায় গৌরীপুর থানার পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম সিদ্দিকী বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিক ঘটনার সঙ্গে জড়িত মা ও ছেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সূত্র: দেশ রুপান্তর অনলাইন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়