শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ১২:২৪ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহের গৌরীপুরে মোবাইল চুরির অপবাদে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতন

ডেস্ক নিউজ: গত ৪ জুন দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের একটি গ্রামে এ অমানবিক শিশু নির্যাতনের ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। অভিযুক্তরা হলেন- ফাতেমা বেগম ও ছেলে হিমেল। তারা একই উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসিন্দা।

ঘটনাটি প্রথমে স্থানীয়দের মাঝে গোপন থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটি (৯) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

শিশুটির বাবা জানান, ওই দিন দুপুরে বাড়ি থেকে তার ছেলেকে ডেকে নিয়ে যান নির্যাতনকারী ফাতেমা ও তার ছেলে হিমেল। বাড়িতে নিয়ে মোবাইল চুরি অপরাধে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে তাকে মারধর করেন। পরে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন বলে জানান তিনি।

শিশুটির বাবা আরও বলেন, স্থানীয়ভাবে বিচারের আশ্বাসে নির্যাতনের এ ঘটনাটি গোপন রেখেছিলাম।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফ জানান, ফেইসবুক ও স্থানীয় লোকজনের মাধ্যমে বৃহস্পতিবার এ ঘটনার বিষয়ে অবগত হয়েছি। এ ঘটনায় গৌরীপুর থানার পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম সিদ্দিকী বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিক ঘটনার সঙ্গে জড়িত মা ও ছেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সূত্র: দেশ রুপান্তর অনলাইন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়