শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৯:০৩ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার ম্যাচে সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে আবাহনীর জয়

নিজস্ব প্রতিবেদক : [২] ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। আসরে মুশফিকদের এটি পঞ্চম জয়।

[৩] বিকেএসপিতে এদিন আগে ব্যাট করতে নেমে আবাহনীর দুই ওপেনার নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব উদ্বোধনী জুটি করেন ১১১ রান। প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪২ বলে ৫৪ রান করেন আফিফ। আর ৫০ বলের মোকাবেলায় চারটি করে ছক্কা ও বাউন্ডারিতে ৭০ রান করেন নাঈম শেখ।

[৪] আর শেষ দিকে নাজমুল হোসেন শান্তর ৯ বলে ১৮ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ১০ বলে ১৪ রানে ভর করে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৮৩ রান, যা এবারের আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। শাইনপুকুরের তানভীর ইসলাম একাই শিকার করেন চারটি উইকেট।

[৫] বড় টার্গেটে খেলতে নেমে ১৭ ওভারে ৫ উইকেটে ১২৩ রান জড়ো করার পর বৃষ্টি থামলে বন্ধ থাকে খেলা। বৃষ্টি না থামায় ডাকওয়ার্থলুইস পদ্ধতিতে আবাহনীকে ২৫ রানে জয়ী ঘোষণা করা হয়।

শাইনপুকুরের পক্ষে তৌহিদ হৃদয় ৩২ বলে ৩৬, তানজিদ হাসান তামিম ৩৫ বলে ২৯ ও মাহিদুল ইসলাম অঙ্কন ১৫ বলে অপরাজিত ৩১ রান করেন। অঙ্কনের ব্যাট থেকে আসে ৪টি ছক্কা।

[৬] আবাহনীর পক্ষে ৩ ওভার বল করে মাত্র ১২ রানের খরচায় তিনটি উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন।

[৭] সংক্ষিপ্ত স্কোর :
আবাহনী লিমিটেড : ১৮৩/৫ (২০)
নাঈম ৭০, আফিফ ৫৪
তানভীর ২৩/৪
শাইনপুকুর ক্রিকেট ক্লাব : ১২৩/৫ (১৭)
হৃদয় ৩৬, অঙ্কন ৩১*, তানজিদ তামিম ২৯,
সাইফউদ্দিন ১২/৩, মোসাদ্দেক ১১/১

  • সর্বশেষ
  • জনপ্রিয়