নিজস্ব প্রতিবেদক : [২] ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। আসরে মুশফিকদের এটি পঞ্চম জয়।
[৩] বিকেএসপিতে এদিন আগে ব্যাট করতে নেমে আবাহনীর দুই ওপেনার নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব উদ্বোধনী জুটি করেন ১১১ রান। প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪২ বলে ৫৪ রান করেন আফিফ। আর ৫০ বলের মোকাবেলায় চারটি করে ছক্কা ও বাউন্ডারিতে ৭০ রান করেন নাঈম শেখ।
[৪] আর শেষ দিকে নাজমুল হোসেন শান্তর ৯ বলে ১৮ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ১০ বলে ১৪ রানে ভর করে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৮৩ রান, যা এবারের আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। শাইনপুকুরের তানভীর ইসলাম একাই শিকার করেন চারটি উইকেট।
[৫] বড় টার্গেটে খেলতে নেমে ১৭ ওভারে ৫ উইকেটে ১২৩ রান জড়ো করার পর বৃষ্টি থামলে বন্ধ থাকে খেলা। বৃষ্টি না থামায় ডাকওয়ার্থলুইস পদ্ধতিতে আবাহনীকে ২৫ রানে জয়ী ঘোষণা করা হয়।
শাইনপুকুরের পক্ষে তৌহিদ হৃদয় ৩২ বলে ৩৬, তানজিদ হাসান তামিম ৩৫ বলে ২৯ ও মাহিদুল ইসলাম অঙ্কন ১৫ বলে অপরাজিত ৩১ রান করেন। অঙ্কনের ব্যাট থেকে আসে ৪টি ছক্কা।
[৬] আবাহনীর পক্ষে ৩ ওভার বল করে মাত্র ১২ রানের খরচায় তিনটি উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন।
[৭] সংক্ষিপ্ত স্কোর :
আবাহনী লিমিটেড : ১৮৩/৫ (২০)
নাঈম ৭০, আফিফ ৫৪
তানভীর ২৩/৪
শাইনপুকুর ক্রিকেট ক্লাব : ১২৩/৫ (১৭)
হৃদয় ৩৬, অঙ্কন ৩১*, তানজিদ তামিম ২৯,
সাইফউদ্দিন ১২/৩, মোসাদ্দেক ১১/১