শিরোনাম
◈ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, বৃহস্পতিবার যাবেন রাজশাহীতে ◈ চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ ◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোট ভাইকে হত্যা করে ভারতে পালানোর চেষ্টাকালে বড় ভাই গ্রেপ্তার

সুজন কৈরী: ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আফাজ উদ্দিনকে (৩২) কুপিয়ে হত্যার অভিযোগে বড় ভাই রমিজ উদ্দিন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হত্যাকাণ্ডের পর সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যেতে চেয়েছিলেন রমিজ বলে জানিয়েছে সিআইডি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংস্থার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন বলেন, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, হত্যাকাণ্ডের সপ্তাহখানেক আগে রমিজ ও আফাজের বাবা বাড়ির ভিটা থেকে কিছু গাছ বিক্রি করেন। ঘটনার দিন গত ১ জুন দুপুরে ওই গাছের লাকড়ি আনতে যান আফাজ উদ্দিন। এ সময় জমি সংক্রান্ত বিষয়ে দুই ভাই বাকবিতান্ডায় জড়ান। এক পর্যায়ে রমিজ উদ্দিন ছোট ভাই আফাজকে ধারালো দা দিয়ে কোপ দেন। পরে গুরুতর অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে আফাজ মারা যান। এ ঘটনায় হত্যাকাণ্ডের রাতেই নিহতের স্ত্রী আফিয়া আক্তার বাদী হয়ে রমিজ ও তার স্ত্রী নাজনিয়ারাকে আসামি করে মামলা করেন। এরপর সিআইডি ছায়া তদন্ত শুরু করে। সংস্থার বিশেষ পুলিশ সুপার মুক্তাধরের নেতৃত্বে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আসামি লুকিয়ে থাকার সম্ভাব্য সব স্থানে অভিযান চালানো হয়। এক পর্যায়ে হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ও পারিবারিক কিছু সমস্যার কারণে রমিজ তার ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়