মাসুদ আলম: [২] তেল, মাখন আর গাঁজার নির্যাসের মিশ্রণে তৈরি হচ্ছে বিশেষ ধরনের কেক, যার নাম ব্রাউনি। প্রতিপিস ব্রাউনি কেক বিক্রি হচ্ছে ৩ থেকে সাত হাজার টাকা পর্যন্ত। আর এমন ৩০ পিস গাঁজার কেকসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ৩ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের রমনা বিভাগ। বছর দেড়েক আগে ইউটিউবে দেখে তারা গাঁজার কেক বানানো শিখেছে। প্রথমে নিজেরা খেলেও পরে বন্ধুদের মধ্যেও এর ব্যপক চাহিদা তৈরি হয়। তখনই ব্যবসাটা শুরু করে তারা। চাহিদা বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ক্লোজ গ্রুপ তৈরি করে সেখানে বিক্রি করা শুরু করে।
[৩] বুধবার বিকালে মোহাম্মদপুরের শাহাজাহান রোড থেকে প্রথমে কাফিল ওয়ারা রাফিদ ও সাইফুল ইসলাম সাইফকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে ১৮টি গাঁজার কেক পাওয়া যায়। তারা সেগুলো ডেলিভারি দিতে যাচ্ছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পল্টন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রিসালাত হোসেনকে ১২পিস গাঁজার কেকসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
[৪] ডিবি পুলিশের রমনা বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক জানান, রাজধানীতে ইয়ং জেনারেশনের মধ্যে যে পার্টি কালচার শুরু হয়েছে সেখানে ব্রাউনি কেক অত্যন্ত জনপ্রিয় মাদক। ক্রেতাদের সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তানরা। এটার নেশা এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। এলএসডি নিয়ে তদন্ত করতে গিয়ে মিলেছে ব্রাউনি কেকের সন্ধান।