শিরোনাম
◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও)

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৪:০০ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিম্বাবুয়ে সফরে একদিন কোয়ারান্টাইনে থাকবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: [২] করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে দেশের বাইরে ক্রিকেটারদের সফরের আগে আলোচনার অন্যতম বিষয় ‘কোয়ারান্টাইন’। টাইগারদের সর্বশেষ শ্রীলঙ্কার সফরের কোয়ারান্টাইন সময়সীমা নিয়েও জল ঘোলা কম হয়নি। সবশেষ, দুই বোর্ডের আলোচনার পর তিনদিনের কোয়ারান্টাইন নীতিমালা মেনে লঙ্কা সফর করছিল টাইগাররা। এদিকে, আসন্ন জিম্বাবুয়ের সফরে টাইগারদের বেশ স্বস্তিই দিচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সেখানে সফরে মাত্র একদিন কোয়ারান্টাইন বাধ্যবাধকতা মানতে হবে সাকিব-তামিমদের।

[৩] শ্রীলঙ্কা সফরে তিন দিন, নিউজিল্যান্ড সফরে দুই সপ্তাহের কোয়ারান্টাইন করতে হয়েছে টাইগারদের। ফলে সফর দু’টিতে অনেকটা সময় হোটেলবন্দী কাটাতে হয়েছে তাদের। এদিকে জিম্বাবুয়ে সফরে আগে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বিসিবিকে নিশ্চিত করছে, এই সফরে মাত্র একদিনের কোয়ারান্টাইন নীতিমালা মানলেই চলবে। এই সুযোগ দুই হাত ভরে নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি তিন ফরম্যাটের জন্য তিন ধাপে সেখানে দল পাঠাবে। এছাড়া সেখানে লাল বলে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা।

[৪] চলমান ডিপিএল টি-টোয়েন্টি শেষ হবে ২৬ জুন। সব ঠিক থাকলে ডিপিএল শেষ করে ৩০ জুন জিম্বাবুয়ের বিমান ধরবে টেস্ট দলে থাকা ক্রিকেটাররা। এরপর ধাপে ধাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে। সূত্র: বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়