শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ১১:৫৬ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক টাকা পারিশ্রমিক নিয়ে প্রশংসায় ভাসছেন শুভ

বিনোদন ডেস্ক:  গল্প আর চরিত্র পছন্দ হলে পারিশ্রমিক আরিফিন শুভর কাছে কোনো ব্যাপার নয়। ঢালিউডপাড়ায় শুভ সম্পর্কে এমন মিথ প্রচলন আছে। তাই বলে সেটা মাত্র এক টাকা! এনটিভি

এক টাকা পারিশ্রমিক নেওয়া প্রসঙ্গে আরিফিন শুভর ভাষ্য, ‘সিনেমায় চূড়ান্ত হওয়ার পর জানিয়েছিলাম শর্ত একটাই, আমি সম্মানী নেব এক টাকা। সেই শর্তে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের রাজি করানো যায়নি। অনেকটা ফাইট করে রাজি করাতে হয়েছে; পরিচালক শ্যাম বেনেগাল স্যার উপাধি দিয়েছেন ওয়ান টাকা আর্টিস্ট। অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে, কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না, সে সুযোগ সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন।’

আজ বুধবার দুপুরে এনটিভি অনলাইনকে আরিফিন শুভ জানিয়েছেন, ‘ব্যাপারটা একেক জনের কাছে একেক রকম। ২০১৯ সালের ঘটনা এটা। আমি চাইনি এখনই পারিশ্রমিকের ব্যাপারটি প্রকাশ্যে আসুক। কীভাবে যেন ব্যাপারটি প্রকাশিত হয়েছে, সেজন্য গণমাধ্যমে কথা বলতে হলো।’

এ ছাড়া আরিফিন শুভ জানিয়েছেন, তাঁর ‘নূর’ সিনেমার শুটিং চলতি মাসে শুরু হওয়ার কথা থাকলেও সেটা বৃষ্টি-জটিলতায় হচ্ছে না।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র ভারতীয় অংশের শুটিং শেষ করেছেন আরিফিন শুভ। আগামী আগস্টের শেষে বা সেপ্টেম্বরে সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়