শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বলের আঘাতে পিএসএল ক্রিকেটার বেন ডাঙ্কের মুখে ৭টি সেলাই

স্পোর্টস ডেস্ক: [২] অল্পের জন্য প্রাণে বাঁচলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি দল লাহোর কালান্দার্সের বিদেশি ক্রিকেটার বেন ডাঙ্ক। অনুশীলনে মারাত্মক রকম জখম হয়েছেন এই তারকা। অনুশীলনে অনেক উপর থেকে আসা বল ক্যাচ নিতে গেলে সরাসরি তার মুখের উপর আছড়ে পড়ে। ফলে গুরুতর চোট পেয়েছেন তিনি।

[৩] মাঠ থেকে উদ্ধার করে তাঁকে দ্রুত দুইবাইয়ের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মুখে করা হয়েছে অস্ত্রোপচার। দেয়া হয়েছে ৭টি সেলাই। বর্তমানে বেশ ভালো অনুভব করছেন তিনি। তার চোটের আপডেট নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ডাঙ্ক নিজেই নিশ্চিত করেছেন।

[৪] তিনি ভিডিও পোস্ট করে বেন ডাঙ্ক জানান, আমার ঠোঁটটাকে সারিয়ে তুলেছেন এবং আমার মডেল হওয়ার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য বুরজিল হাসপাতালের সমস্ত ডাক্তার ও নার্সদের অনেক অনেক ধন্যবাদ।

[৫] এর আগে স্থগিত পিএসএলে ৩ ম্যাচ খেলেছিলেন এই ব্যাটসম্যান। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৯০ রান। একটি অর্ধশতকও করেছেন তিনি। গত আসরের ফাইলে উঠেছিল ডাঙ্কের লাহোর। তবে এখনো পর্যন্ত শিরোপার স্বাদ পাওয়া হয়নি দলটির।

[৬] স্থগিত হয়ে যাওয়া পিএসএল আবার মাঠে গড়াচ্ছে। পাকিস্তানের পরিবর্তে এবার ভেন্যু হিসেবে আছে আরব আমিরত। স্থগিত হওয়া পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে ৯ জুন আবুধাবিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে লাহোর৷ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে দলটি।

[৭] মুখে ৭টি সেলাই খাওয়ার পরেও ডাঙ্কের দল লাহোর কালান্দার্সের ফ্রাঞ্চাইজি সিইও সমীন রানা বলেছেন, ডঙ্ক বেশ ভালই আছেন। তিনি এই সপ্তাহের শেষে মাঠে ফিরবেন। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়