শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বলের আঘাতে পিএসএল ক্রিকেটার বেন ডাঙ্কের মুখে ৭টি সেলাই

স্পোর্টস ডেস্ক: [২] অল্পের জন্য প্রাণে বাঁচলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি দল লাহোর কালান্দার্সের বিদেশি ক্রিকেটার বেন ডাঙ্ক। অনুশীলনে মারাত্মক রকম জখম হয়েছেন এই তারকা। অনুশীলনে অনেক উপর থেকে আসা বল ক্যাচ নিতে গেলে সরাসরি তার মুখের উপর আছড়ে পড়ে। ফলে গুরুতর চোট পেয়েছেন তিনি।

[৩] মাঠ থেকে উদ্ধার করে তাঁকে দ্রুত দুইবাইয়ের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মুখে করা হয়েছে অস্ত্রোপচার। দেয়া হয়েছে ৭টি সেলাই। বর্তমানে বেশ ভালো অনুভব করছেন তিনি। তার চোটের আপডেট নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ডাঙ্ক নিজেই নিশ্চিত করেছেন।

[৪] তিনি ভিডিও পোস্ট করে বেন ডাঙ্ক জানান, আমার ঠোঁটটাকে সারিয়ে তুলেছেন এবং আমার মডেল হওয়ার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য বুরজিল হাসপাতালের সমস্ত ডাক্তার ও নার্সদের অনেক অনেক ধন্যবাদ।

[৫] এর আগে স্থগিত পিএসএলে ৩ ম্যাচ খেলেছিলেন এই ব্যাটসম্যান। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৯০ রান। একটি অর্ধশতকও করেছেন তিনি। গত আসরের ফাইলে উঠেছিল ডাঙ্কের লাহোর। তবে এখনো পর্যন্ত শিরোপার স্বাদ পাওয়া হয়নি দলটির।

[৬] স্থগিত হয়ে যাওয়া পিএসএল আবার মাঠে গড়াচ্ছে। পাকিস্তানের পরিবর্তে এবার ভেন্যু হিসেবে আছে আরব আমিরত। স্থগিত হওয়া পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে ৯ জুন আবুধাবিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে লাহোর৷ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে দলটি।

[৭] মুখে ৭টি সেলাই খাওয়ার পরেও ডাঙ্কের দল লাহোর কালান্দার্সের ফ্রাঞ্চাইজি সিইও সমীন রানা বলেছেন, ডঙ্ক বেশ ভালই আছেন। তিনি এই সপ্তাহের শেষে মাঠে ফিরবেন। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়