শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বলের আঘাতে পিএসএল ক্রিকেটার বেন ডাঙ্কের মুখে ৭টি সেলাই

স্পোর্টস ডেস্ক: [২] অল্পের জন্য প্রাণে বাঁচলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি দল লাহোর কালান্দার্সের বিদেশি ক্রিকেটার বেন ডাঙ্ক। অনুশীলনে মারাত্মক রকম জখম হয়েছেন এই তারকা। অনুশীলনে অনেক উপর থেকে আসা বল ক্যাচ নিতে গেলে সরাসরি তার মুখের উপর আছড়ে পড়ে। ফলে গুরুতর চোট পেয়েছেন তিনি।

[৩] মাঠ থেকে উদ্ধার করে তাঁকে দ্রুত দুইবাইয়ের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মুখে করা হয়েছে অস্ত্রোপচার। দেয়া হয়েছে ৭টি সেলাই। বর্তমানে বেশ ভালো অনুভব করছেন তিনি। তার চোটের আপডেট নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ডাঙ্ক নিজেই নিশ্চিত করেছেন।

[৪] তিনি ভিডিও পোস্ট করে বেন ডাঙ্ক জানান, আমার ঠোঁটটাকে সারিয়ে তুলেছেন এবং আমার মডেল হওয়ার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য বুরজিল হাসপাতালের সমস্ত ডাক্তার ও নার্সদের অনেক অনেক ধন্যবাদ।

[৫] এর আগে স্থগিত পিএসএলে ৩ ম্যাচ খেলেছিলেন এই ব্যাটসম্যান। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৯০ রান। একটি অর্ধশতকও করেছেন তিনি। গত আসরের ফাইলে উঠেছিল ডাঙ্কের লাহোর। তবে এখনো পর্যন্ত শিরোপার স্বাদ পাওয়া হয়নি দলটির।

[৬] স্থগিত হয়ে যাওয়া পিএসএল আবার মাঠে গড়াচ্ছে। পাকিস্তানের পরিবর্তে এবার ভেন্যু হিসেবে আছে আরব আমিরত। স্থগিত হওয়া পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে ৯ জুন আবুধাবিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে লাহোর৷ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে দলটি।

[৭] মুখে ৭টি সেলাই খাওয়ার পরেও ডাঙ্কের দল লাহোর কালান্দার্সের ফ্রাঞ্চাইজি সিইও সমীন রানা বলেছেন, ডঙ্ক বেশ ভালই আছেন। তিনি এই সপ্তাহের শেষে মাঠে ফিরবেন। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়