রাকিবুল আবির : [২] কানাডার অন্টারিও প্রদেশে এক ট্রাক চালক একটি মুসলিম পরিবারের ৪ জনকে ইচ্ছাকৃতভাবে চাপা দিয়ে হত্যা করেছে। সোমবার পুলিশ জানায়, ঘটনাটি ছিল পুর্বপরিকল্পিত।
[৪] ভেস্ট পরিহিত ২০ বছর বয়সি সন্দেহভাজন হত্যাকারী খুন করেই পালিয়ে যায়। পরে ৭ কিলোমিটার দূরের একটি মল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
[৫] গোয়েন্দা কমকর্তা পল ওয়াইট জানান, ঘটনাটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং পূর্বঘোষিত। মুসলিমদের প্রতি ঘৃণার কারণে এই হত্যাকান্ড চালায় হত্যাকারী। মুসলিম হওয়ার জন্যই এই পরিবারকে আগে থেকেই লক্ষ্য রাখে খুনি।
[৬] নিহতদের নাম প্রকাশ করেনি পুলিশ। তবে পুলিশ জানায়, ৭৪ বছর বয়সি এক বৃদ্ধা, ৪৬ বছর বয়সি এক পুরুষ, ৪৪ বছর বয়সি এক নারী ও ১৫ বছর বয়সি এক কিশোরীকে হত্যা করা হয় যারা সবাই একই পরিবারের সদস্য। এছাড়াও ৯ বছর বয়সি এক শিশুকে আহত অবস্থ্ায় হাসপাতালে ভর্তি করা হয়। সম্পাদনা : রাশিদ