তোফাজ্জল লিটন, নিউইয়র্ক থেকে, বাংলাদেশ ৭৬তম জাতিসং সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে ৭ জুন। একবছর মেয়াদের এই দায়িত্ব সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। মালদ্বীপের পররাষ্টধমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ৭৬তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ছাড়া এ অঞ্চল থেকে নির্বাচিত অন্য তিন সহ-সভাপতি হল কুয়েত, লাওস ও ফিলিপাইন।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের মতো বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ তার অবদান বজায় রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের উপর যে আস্থা রাখে, এই নির্বাচন তারই বহি:প্রকাশ। বাংলাদেশ বহুপাক্ষিকতার ধারক ও বাহক । বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জসমূহ মোকাবিলার ক্ষেত্রে জাতিসংঘের নেতৃত্বের প্রতি বাংলাদেশ অবিচল বিশ্বাস রাখে।
জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক বিষয়াবলীতে পূর্ণাঙ্গ
বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সুচিন্তিত মতামত প্রদান ও নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতিসংঘের প্রতিনিধিত্বশীল অঙ্গ হিসেবে
সাধারণ পরিষদ কাজ করে থাকে। এর আগে ২০১৬-১৭ মেয়াদে ৭১তম সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলো। এবারের অধিবেশনে সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা ভাচ্যুয়ালি নাকি স্বশরিরে অংশগ্রহণ করবেন তা এখনো নির্ধারিত হয় নি।