শিরোনাম
◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৬:৪১ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 [১] রাঙ্গুনিয়ায় বিলে স্থানীয়দের জালে ১৫ কেজি ওজনের বোয়াল

আশিক এলাহী : [২] রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া গ্রামের একটি বিলে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ।

[৩] সোমবার (৭ জুন) সকাল ৮টার দিকে মাছটি স্থানীয়দের জালে আটকা পড়ে। বিলে বোয়াল মাছ পাওয়ার বিষয়টি স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে কয়েকদিনের অতিরিক্ত বৃষ্টির পানিতে কর্ণফুলী নদী থেকে খালের পানিতে ভেসে বোয়ালটি বিলে আসতে পারে বলে ধারণা এলাকাবাসীর।

[৪] স্থানীয়রা বলেন, উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া উত্তরবিলে বৃষ্টির কারণে পাশের "রুই খাল" থেকে পানি উপচে হাটু সমান পানি উঠে গেছে। যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। মোহাম্মদ খোকন (৩২) নামে এক যুবক তার ৫ বন্ধুসহ ওই বিলে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে তারা দুটি বড় মাছ দেখতে পাই। তারা মাছগুলো ধরতে একসাথে চেষ্টা চালালে একটি মাছ ধরতে সক্ষম হয়। ধরা পড়া মাছটি ছিল বিশালাকার বোয়াল। পরে পরিমাপ করে দেখেন এটির ওজন ১৫ কেজি। পালিয়ে যাওয়া মাছটির ওজন আরও বড় হতে পারে বলে ধারণা তাদের। পরে মাছটি তারা পরষ্পরের মধ্যে ভাগাভাগি করে নেন।

[৫] এদিকে বিলে বোয়াল মাছ পাওয়ার বিষয়টি জানাজানি হলে উৎসুক অনেকে বোয়ালটি দেখতে ভিড় করেন। এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

[৬] এই বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, 'বিলে বড় বোয়াল মাছ পাওয়ার বিষয়টি বিষ্ময়কর। তবে এটি কর্ণফুলী নদী থেকে পানির স্রোতে বিলে ভেসে এসেছে বলে ধারণা করেন তিনি। এই মৌসুমে এটিই বড় বোয়াল মাছ ধরা পড়ল বলে তিনি জানান।' সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়