শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৮:৩৭ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শারীরিক জটিলতা কাটলেই বাসায় ফিরবেন খালেদা জিয়া: ব্যক্তিগত চিকিৎসক

শিমুল মাহমুদ: [২] করোনা আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। করোনা থেকে মুক্ত হওয়ার পর এখন তার পোষ্ট কোভিড জটিলতা দেখা দেয়। চিকিৎসকরা জানান, করোনা পূর্ববতী অন্যান্য রোগগুলোর কারণে সুস্থ্য হতে সময় বেশি লাগছে। খুব শিগগিরই তিনি পোস্ট কোভিড জটিলতা কাটাতে সক্ষম হবেন। ফলে আরও কিছুদিন তাকে হাসপাতালেই থাকতে হবে।

[৩] খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গত এক সপ্তাহে ম্যাডামের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এখন তিনি কেবিনে আছেন। সেখানে তার চিকিৎসা চলছে।

[৪] একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় ধরনের উন্নতি হয়েছে সেটি বলা সুযোগ নেই। কবে হাসপাতাল ছাড়বেন তা এখনি বলা যাচ্ছে না। আরও কিছুদিন পর্যবেক্ষণ শেষে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে।

[৫] হাসপাতাল সূত্র জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ি বেগম জিয়া এখনও তরল জাতীয় খাবার খাচ্ছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বাসা থেকে তার খাবার আসে। মাঝে মাঝে পরিবারের সদস্যরা দেখতে আসলে সঙ্গে করে খাবার নিয়ে আসেন।

[৬] হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে খালেদা জিয়ার পরিবারের সদস্যদের বাইরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার একান্ত সচিব আব্দুস সাত্তার ছাড়া অন্য কেউ তাকে দেখতে হাসপাতালে যান না। দলের নেতাদের মধ্যে মহাসচিবকে আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার আপডেট জানান। তিনি পরবর্তীতে অন্যদের সেই বিষয়টি অবহিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়