ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দেশটির প্রধানমন্ত্রী লাই মোহাম্মদ বলেন, কর্পোরেট অস্তিত্বকে ক্ষুন্ন করতে সক্ষম এমন কার্যকলাপ চালানো হচ্ছিলো টুইটারে যার কারণে নিষিদ্ধ করা হলো সামাজিক যোগাযোগের এই মাধ্যমেটিকে। আল জাজিরা
[৩] টুইটার কর্তৃপক্ষ বলেছে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির একটি পোস্ট টুইটারের নীতি লঙ্ঘন করার কারণে ডিলেট করেছে। রয়র্টাস
[৪] এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ জানায়, নাইজেরিয়ার সরকারের দেওয়া স্থগিতাদেশের বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত জানার পর আপডেট দেওয়া হবে।
[৫] ভারতের কু কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা অপরামেয়া রাধাকৃষ্ণ টুইটারে জানান, নাইজেরিয়াতেও এখন থেকে ব্যবহার করা যাবে কু অ্যাপ। এছাড়া সেই দেশের স্থানীয় ভাষা কু প্ল্যাটফর্মে আনা হচ্ছে।
@kooindia is available in Nigeria. We're thinking of enabling the local languages there too. What say? pic.twitter.com/NUia1h0xUi
— Aprameya R (@aprameya) June 5, 2021
[৬] গত বছর টুইটারের বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছিল কু অ্যাপ। এই সোশ্যাল নেটওয়ার্কিং কোম্পানি তারপর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। এবার নাইজেরিয়ায় টুইটার নিষিদ্ধ করার পর সোশ্যাল মিডিয়ায় বড় শূন্যতা দেখা দিয়েছে। আর এই সুযোগকেই কাজে লাগাতে চাইছে কু। দি ওয়াল
সম্পাদনা : রাশিদ