শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০১:৪৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণাঞ্চলে বেড়িবাঁধ নির্মাণে সরকারের কাছে দাবি জানিয়েছে সবুজ আন্দোলন

সমীরণ রায়: [২] শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা’ এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ আন্দোলন আয়োজিত সমাবেশ ও র‌্যালিতে বক্তারা এ দাবি জানান। এতে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।

[৩] তিনি বলেন, সারা বাংলাদেশ সবুজ আন্দোলনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। আমরা দেখেছি সর্বশেষ ইয়াশের তাÐব। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে প্রতিনিয়ত বাংলাদেশে বিভিন্ন ধরনের খরা ও জলোচ্ছ¡াস তৈরি হচ্ছে। পাশাপাশি ভূমিকম্প যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। অনতিবিলম্বে উপক‚লীয় অঞ্চলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।

[৪] এছাড়া সংগঠনের পক্ষ থেকে ১০ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়: ১. উপক‚লীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ২.পলিথিন বন্ধে কার্যকরী পদক্ষেপ ও পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক, ৩. পাহাড় কাটা বন্ধ ও পরিকল্পনা মাফিক বৃক্ষরোপণ, ৪. নদী দূষণ বন্ধ ও ইভিপি ফর্মুলা বাস্তবায়ন, ৫. নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত ও উপজেলা পর্যায়ে সোলার প্যানেল স্থাপন, ৬. বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়কে গতিশীল করতে পরিবেশবাদী সংগঠন কে নিয়ে স্টেকহোল্ডার বডি তৈরি, ৭. সারাদেশে আগামী ২ বছরে ১০ কোটি গাছের চারা রোপন, ৮. নৌ পরিবহন ও পরিবেশ মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধ ও প্রতি মাসে সারাদেশে জনসচেতনতা তৈরিতে সভা সেমিনারের আয়োজন, ১০. ই-বর্জ্য অপসারণ ও বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে বিভাগীয় পর্যায়ে ডাম্পিং স্টেশন নির্মাণ করতে হবে।

[৫] এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুল কুদ্দুস বাদল, মহাসচিব মহসিন সিকদার পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, নিলুফা মুন্নি, ঢাকা মহানগর দক্ষিণের আহŸায়ক আবদুল আজিজ, যুগ্ম আহŸায়ক মির্জা আনোয়ার পারভেজ, ছাত্র পরিষদের আহŸায়ক ফকির আল মামুন, সদস্য সচিব এইচ এম বাকী বিল্লাহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়