শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০২:১৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২১, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে টিকার সনদে মোদির নয় থাকবে মমতার ছবি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চলমান বিরোধের সহসা অবসান হচ্ছে না। এবার বিরোধটি করোনা টিকার সনদপত্রেও গড়াচ্ছে। এখন থেকে পশ্চিমবঙ্গে করোনা টিকা গ্রহণকারীদের সনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এতে থাকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। তবে কেন্দ্র সরকারের কো-উইন ওয়েবসাইট থেকে যে সনদ দেওয়া হয় তাতে মোদির ছবি থাকে।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যাদের তৃতীয় পর্যায়ের টিকা দেওয়া হবে, তাদের সনদপত্রে মমতার ছবি থাকবে। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাদানের পর সনদপত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও বার্তা থাকবে। ভ্যাকসিন নেওয়ার পর স্থাস্থ্য দফতর থেকে একটি বার্তা পাঠানো হবে। সেখানে একটি লিংক থাকবে। ওই লিংক ক্লিক করলেই সনদপত্র ডাউনলোড করা যাবে। পশ্চিমবঙ্গে করোনা টিকার সনদপত্রের নমুনা

স্বাস্থ্য দফতর আরও জানায়, কেন্দ্র সরকারে সনদপত্রে ভ্যাকসিন গ্রহীতাকে একটা ইউনিক নম্বর দেওয়া হয়। এই ধরনের নম্বর রাজ্যের সনদপত্রে থাকছে না। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কবে নেওয়া হবে সেটিও উল্লেখ থাকবে না।

উল্লেখ্য, সর্বশেষ বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিকার সনদপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবি থাকা নিয়ে আপত্তি জানানো হয়েছিল। তাদের দাবি, এটি নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন। শুধু তাই নয়, মমতা কেন্দ্র সরকারের ভ্যাকসিন নীতিরও সমালোচনা করেছেন। সূত্র: ডিএনএ ইন্ডিয়া, এই সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়