শিরোনাম
◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ১২:৩১ রাত
আপডেট : ০৫ জুন, ২০২১, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরুরী সেবা কল দিয়ে উদ্বার হলো ছিনতাইকৃত চাউল বোঝাই ট্রাক

রুবেল মজুমদার: কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশ ছিনতাইকৃত চাউল বোঝাই একটি ট্রাক উদ্ধার করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঢালুয়া বাজার বাইপাস এলাকা থেকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে চাউল বোঝাই ট্রাকটি উদ্ধার ও ৩ ছিনতাইকারীকে আটক করে নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার ও সুমিত চৌধুরী সঙ্গীয় ফোর্স।

জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে চাউল বোঝাই করে ঢাকার দিকে যাওয়ার সময় ট্রাকের চালককে ফেনী সদর এলাকায় ছিনতাইকারীরা জিম্মি করে ট্রাক থেকে চালককে ফেলে দিয়ে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।

ছিনতাইকারীরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত রফিকুল ইসলাম বাচ্চু’র ছেলে আমীর হোসেন লিটন, একই উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে সোহেল মিয়া ও লক্ষীপুর সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মুরাদ। ছিনতাই হওয়া ট্রাকের চালক জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে ছিনতাইয়ের বিষয়ে অভিযোগ করলে পুলিশ জিপিএস ট্র্যাকারের মাধ্যমে গাড়ীটির অবস্থান নির্ণয় করে। পরে নাঙ্গলকোট থানা পুলিশ উপজেলার ঢালুয়া বাজারের বাইপাস এলাকায় রাস্তায় কয়েকটি সিএনজি চালিত অটোরিক্সা দাঁড় করিয়ে ভেরিকেড সৃষ্টি করে ৩ ছিনতাইকারীকে আটক ও চাউল বোঝাই ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার হওয়া ট্রাক নং ঢাকা মেট্রো-ড ১১-৯৩১৭।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আ স ম আব্দুর নূর বলেন, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ছিনতাইকৃত চাউল ভর্তি ট্রাকটি উদ্ধার করে। এসময় ৩ জনকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়