মাসুদ আলম: [২] পুলিশ সদরদপ্তরের এআইজি মো. সোহেল রানা বলেন, রাজধানীর ধোলাইখাল এলাকায় এক রিকশাচালককে বিনা কারণে মারধর করেছেন এক ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিওতে দেখা যায়, লোকটি কিছু না বলে রিকশায় উঠেই টিপু সুলতান রোডে যাওয়ার জন্য চালককে একপ্রকার হুকুম করছেন। কিন্তু বৃষ্টিতে ভেজা রিকশাচালক তখন যেতে চাচ্ছিলেন না। যাত্রীকে তিনি অন্য একটি রিকশায় যেতে বলেন। কিন্তু লোকটি তার রিকশাতেই যেতে চান। এরপর একপর্যায়ে ওই ব্যক্তি চালককে গালি দিতে থাকেন এবং তার মাথায় ও গালে জোরে জোরে আঘাত করতে থাকেন।
[৩] তিনি আরও বলেন, একজন সংবাদকর্মী বিষয়টি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টিতে আনেন। বিষয়টি জানার পরপরই মিডিয়া উইং সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থল নির্ণয় করে। পরে ওয়ারী থানার ওসি মো. আজিজুর রহমান এবং সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) স্নেহাশীষ রায়ের প্রচেষ্টায় দুই দিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। শুক্রবার বিকেলে পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রীটের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।