জুয়েল রানা : [৩] অস্ট্রেলিয়ার আদালত শুক্রবার সংবাদমাধ্যমগুলোকে এ জরিমানা করে। এর আগে ভাটিকানের সাবেক কোষাধ্যক্ষ জর্জ পেলের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ প্রচারের নিষেধাজ্ঞা জারী করেছিলো আদালত। সে নিষেধাজ্ঞা অমান্য করে এনিয়ে সংবাদ প্রকাশ করায় এই জরিমানা করা হয়েছে। ইয়ন, রয়টার্স
[৪] এই ১২টি সংবাদমাধ্যমের বেশিরভাগই নাইন ইন্টারটেইনমেন্টের মালিকানাধীন প্রতিষ্ঠান। মিডিয়া ও আইন বিশেষজ্ঞদের মতে, এই মামলাটি সমগ্র বিশ্বের মিডিয়া নিয়ন্ত্রকদের অবস্থান নিয়ে অনেক বেশি সতর্ক করে দিয়েছে। আদালত এই মামলাটির সুষ্ঠু বিচার করবেন বলে আশাবাদী তারা।
[৫] এর আগে, এক বছরেরও বেশি সময় কারাদণ্ড ভোগ করার পর গত বছরের এপ্রিলে জর্জ পেলের বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করে আদালত। তিনিই বিশ্বের একমাত্র ক্যাথলিক যিনি এত বৃদ্ধ বয়সে শিশু যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়ে কারাগারে গিয়েছেন। সম্পাদনা: সুমাইয়া ঐশী