শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেটে দরিদ্রদের সামাজিক নিরাপত্তায় কোনো বরাদ্দ না রেখে দুর্নীতিবাজদের সুযোগ দেওয়া হয়েছে: ইসলামী শ্রমিক আন্দোলন

সমীরণ রায়: [২] শুক্রবার ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে স্টিয়ারিং কমিটির মাসিক বৈঠকে নেতারা এ দাবি করেন।

[৩] বৈঠকে সভাপতির বক্তব্যে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, দুর্নীতির মূলোৎপাটন ব্যতীত যে বাজেটই প্রণয়ন করাই হোক না কেন, তাতে দেশের সাধারণ মানুষের মাথাপিছু ঋণ বেড়েই যাবে। বাজেটে দুর্নীতির মূলোৎপাটনে কোনো নির্দেশনা না থাকা হতাশাজনক এবং দুরভিসন্ধিমূলক।

[৪] তিনি বলেন, করোনা মহামারিতে কাজ হারানো প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সরকার কোনো সহায়তা দেয়নি। ব্যবসায়ীদের সুবিধা দিয়ে শিক্ষার ব্যয় বাড়িয়েছে। সাড়ে ৬ কোটি দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ না থাকায় নারী-শিশু, নিম্নআয়ের শ্রমজীবী, দরিদ্র ও মধ্যবিত্তদের চরম দুর্ভোগে পড়তে হবে।

[৫] তিনি আরও বলেন, বিশাল আকৃতির ঋণনির্ভর বাজেটে দেশের মানুষের ওপর মাথাপিছু ঋণের বোঝা যেমন বাড়ছে, তেমনি দুর্নীতিবাজ আমলা, লুটেরা, সরকারদলীয় দুর্নীতিবাজরা আঙ্গুল ফুলে বটগাছ হওয়ার প্রতিযোগিতা অব্যাহত রাখবে।

[৬] ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আবদুর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফা, মো. হারুন অর রশীদ, ক্যাপ্টেন অব. মো. ইবরাহিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়