শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেটে দরিদ্রদের সামাজিক নিরাপত্তায় কোনো বরাদ্দ না রেখে দুর্নীতিবাজদের সুযোগ দেওয়া হয়েছে: ইসলামী শ্রমিক আন্দোলন

সমীরণ রায়: [২] শুক্রবার ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে স্টিয়ারিং কমিটির মাসিক বৈঠকে নেতারা এ দাবি করেন।

[৩] বৈঠকে সভাপতির বক্তব্যে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, দুর্নীতির মূলোৎপাটন ব্যতীত যে বাজেটই প্রণয়ন করাই হোক না কেন, তাতে দেশের সাধারণ মানুষের মাথাপিছু ঋণ বেড়েই যাবে। বাজেটে দুর্নীতির মূলোৎপাটনে কোনো নির্দেশনা না থাকা হতাশাজনক এবং দুরভিসন্ধিমূলক।

[৪] তিনি বলেন, করোনা মহামারিতে কাজ হারানো প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সরকার কোনো সহায়তা দেয়নি। ব্যবসায়ীদের সুবিধা দিয়ে শিক্ষার ব্যয় বাড়িয়েছে। সাড়ে ৬ কোটি দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ না থাকায় নারী-শিশু, নিম্নআয়ের শ্রমজীবী, দরিদ্র ও মধ্যবিত্তদের চরম দুর্ভোগে পড়তে হবে।

[৫] তিনি আরও বলেন, বিশাল আকৃতির ঋণনির্ভর বাজেটে দেশের মানুষের ওপর মাথাপিছু ঋণের বোঝা যেমন বাড়ছে, তেমনি দুর্নীতিবাজ আমলা, লুটেরা, সরকারদলীয় দুর্নীতিবাজরা আঙ্গুল ফুলে বটগাছ হওয়ার প্রতিযোগিতা অব্যাহত রাখবে।

[৬] ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আবদুর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফা, মো. হারুন অর রশীদ, ক্যাপ্টেন অব. মো. ইবরাহিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়