শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০১:১০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম-নাজিরহাট ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ

মোহাম্মদ হেসেন:[২] চট্টগ্রাম-নাজিরহাট সেশনে লোকেল ট্রেন না থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রীসাধারণ, বন্ধ লোকাল ট্রেন: ফাঁকা স্টেশন চত্বর, যাত্রীদের চরম দুর্ভোগ, জমছে অভিযোগ। করোনা সংক্রামণ বেড়ে যাওয়ায় সরকার সারাদেশের মতোচট্টগ্রাম-নাজিরহাট ডেমু ও লোকেল ট্রেন পুরোপুরি বন্ধ করে দেয়। এতে চরমদুর্ভোগে পড়ে নাজিরহাটগামী লোকাল ট্রেন যাত্রীরা।

[৩] ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রী থেকে সকলেই। পাশাপাশি ভোগান্তি বেড়েছে নিত্যদিনেরযাত্রীদের। করোনার আগে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ডেমু এবং লোকালট্রেনেই বেশিভাগ যাতায়াত ছিল। ট্রেন চলাচল না থাকায় সাধারণ মানুষকে বাস একরে যেতে হচ্ছে কর্মস্থলে। এ দিকে পরিবহণ কর্তৃপক্ষ একজনের জন্য দুটি সিটবরাদ্ধ নির্ধারণ করায় যাত্রীদের আর্থিক ভাবে ক্ষতি এবং বেশি সময়ে গাড়িকর্মস্থলে পৌছাঁর কারনে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে।

[৪] করোনা সংক্রামণের কারনে দুটি সিট এর টাকা একজন যাত্রী বহন করতে হয়। ভাড়া বেশিরকারনে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নাজিরহাট ও ফটিকছড়ি এলাকার কর্মজীবি মানুষের।খেটে খাওয়া এ সব মানুষ ফের চরম সঙ্কটে পড়বে। যারা সরকারি বা বিভিন্নবেসরকারি কল কারখানা ও অফিসে চাকুরী করেন, তারাই বাস সিএনজি করেগন্তব্যে পৌঁছিতে হয়। শহর থেকে ৩০-৪০ কিলোমিটার ট্রেনে করে আসা যাওয়া করে এমন সংখ্যা সব চেয়ে বেশি।

[৫] বর্তমানে এ সব কর্মজীবি মানুষ প্রতিদিন দুইথেকে তিন গুন গাড়ি ভাড়া বেশি দিয়ে চাকুরী রক্ষা করতে বাধ্য হচ্ছে। অনেকেরদাবি জীবিকার সন্ধানে কাজে বেরুতে হচ্ছে। কিন্তু ট্রেন না থাকায় বাসেরজন্য দীর্ঘক্ষণ সময় দিতে হচ্ছে কর্মস্থলে পৌছিঁতে। অটো-রিকসা ভাড়ায়সামর্থও অনেকের নেই। ট্রেন বন্ধ হওয়ার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকারদরিদ্র সবজিসহ বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের।

[৬] পাইকারি থেকে খুচরো কিনে নিয়ে যারা শহরের বিভিন্ন হাটে বিক্রি করতেন, তারা আজ এলাকার হাটে এসেভালো দাম পাচ্ছেন না বলে না বলে জানান। হঠাৎ করে লকডাউনে সমস্যায় পড়েছেন এ সব দরিদ্র মানুষ।হাটহাজারী স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার জয়নাল আবেদীন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে বলেন,লকডাউনের কারনে বন্ধ হওয়া ট্রেনএখনো চালু হয়নি,কখন চালু হবে তা আমাদের জানা নেই,উর্ধ্বতন কর্তৃপক্ষ ট্রেন চালু হলে আমাদেরকে জানাবেন তখন সবাই জানতে পারবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়