শিরোনাম
◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৯:৩৪ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেনমার্কের লেগো হাউসে বিশ্বের সব থেকে বড় ফুটবল

স্পোর্টস ডেস্ক : [২] লেগো ব্রিক দিয়ে আড়াই টন ওজনের একটি ফুটবল তৈরি করেছে ডেনমার্কের এক্সটেরিওর লেগো হাউস। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ আয়োজনকে সামনে রেখে এই পরিকল্পনা করে লেগো হাউস। আর করোনাকালীন সময়ে ফুটবল ও লেগো দুই ভালোবাসার জিনিস নিয়ে এক সাথে কাজ করতে পেরে আনন্দিত লেগো হাউসের কর্মীরা।

[৩] কল্পনা করলেই সবাই প্রথমে দেখবে ৪১০ গ্রামের ২৮ ইঞ্চি চামড়ার তৈরি একটি বল। কিন্তু যদি বলা হয় লেগো ব্রিক দিয়ে তৈরি একটি বিশাল আকৃতির ফুটবল তাহলে হয়ত সবাই একটু চিন্তায় পড়ে যাবে।

[৪] এই অদ্ভুত কাজটি হয়েছে ডেনমার্কের লেগো হাউসে। তারা এই ফুটবলটি তৈরী করেছে লেগো ব্রিক দিয়ে। ফুটবলের অনেক ডিজাইন থাকলেও বিশেষভাবে সাদা কালো ডিজাইন করার কারণ জানালেন লেগো ফুটবল ডিজাইনার সোরেন হ্যানসেন হিঞ্জ। তিনি বলেন, ফুটবলের অনেক ডিজাইন করা গেলেও আমরা বিশেষভাবে এই ডিজাইনটি পছন্দ করেছি যাতে ঘরে ধুকেই নজর চলে যায় বিশাল ফুটবলের দিকে।

[৫] বিশাল এই ফুটবলের ওজন আড়াই টন। এখানে ৭৫ টি সাদা কালো মডিউল আছে। আর ১ লাখ ৭৪ হাজার ৬০০ টি ২ বাই ২ মাপের লেগো ব্রিক দিয়ে তৈরি হয়েছে এটি। করোনার সময় লেগো হাউসে ভিজিটর্সের অনুপস্থিতিতে এমন বিশাল পরিকল্পনার বাস্তবায়নে খুশি লেগো হাউসের কর্মীরাও।

[৬] লেগো হাউসের সিইও জ্যাস্পার ভিলস্ট্রাপ বলেন, দলগতভাবে এভাবে কাজ করাটা কোভিড পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে কর্মীদের সহায়তা করেছে। সাথে তাদের মনে আনন্দের যোগান দিয়েছে। আমার মনে হয়, আপনি যদি ফুটবল ও লেগো দুই ভালোবাসার জায়গাকে একত্রিত করেন আর তা যদি হয় বিশ্বে সব থেকে বড় লেগো ফুটবল, তাহলে আসলেই একত্রে করার জন্য এটা একটা সেরা কাজ।

[৭] ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আয়োজন করা হচ্ছে গ্রুপ পর্যায়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ। সেই আয়োজনকে কেন্দ্র করেই মূলত লেগো হাউস বিশ্বের সব থেকে বড় লেগো ফুটবলের পরিকল্পনা করেছিলো। - এপি/ যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়