রাকিবুুল রিফাত: [২] ঘটনার সূত্রপাত ঘটে বুধবার রাতে। ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ অঞ্চলে তন্দোগোয়ান পেট্রোক্যামিকেল কোম্পানিতে আগুন লাগার পর সারারাত চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী। আল আরাবিয়া
[৩] কর্তৃপক্ষ জানায়, দুটি বর্জ্য ট্যাঙ্কে ফুটো হওয়ার পর সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে, পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে। ইরানের জরুরি চিকিৎসা সেবা প্রধান জানান, ঐ ঘটনায় এ পর্যন্ত ১১ জন আহত হয়েছে, যাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[৪] বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ইরানের জ্বালানী মন্ত্রী। তিনি জানান, দুর্ঘটনার জন্য তেল উৎপাদন তেমনভাবে ব্যহত হবে না। উদ্ধার অভিযান চালানো দমকল বাহিনীর কর্মকর্তা জানান, আগুন লাগা ট্যাঙ্কটির জ্বালানী ফুরিয়ে গেলে পরিস্থিতী স্বাভাবিক হয়ে যাবে। আগুন লাগার পর অঞ্চলটির আকাশ কালো ধোয়ায় ভরে যায়। সম্পাদনা: সুমাইয়া ঐশী