শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক সরকারি কর্মকর্তাদের চাকরি-ব্যবসার প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, আটক তিন

সুজন কৈরী : উচ্চ পদস্থ সাবেক সরকারি কর্মকর্তাদের চাকরি ও ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের তিনজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম বিভাগ। আটকরা হলেন- সুজন ভূইয়া (৪৫), আব্দুল কাদের (৫৫) ও হারুন অর রশিদ সাগর (৫২)। বুধবার ভোরে রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, প্রতারক চক্রটি রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় অফিস ভাড়া নেয়। এরপর তারা সাবেক সচিব, অতিরিক্ত সচিব, ডাক্তার ও ইঞ্জিনিয়ারসহ অবসরপ্রাপ্ত সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের চাকরির বিষয় আলাপের জন্য অফিসে ডাকে।

তিনি বলেন, ভুক্তভোগীরা অফিসে গেলে তাদের সার্বক্ষণিক গাড়ি সুবিধাসহ উচ্চ বেতনে সম্মানজনক চাকরির প্রলোভন দেখায়। কিছুদিন পর আটকরা তাদের ব্যবসায়িক অংশীদার হওয়ার প্রস্তাব দেয়। তারা তাদের প্রস্তাবে রাজি হয়ে বিভিন্ন ধাপে মূলধন বাবদ ১০ থেকে ৪০ লাখ টাকা বিনিয়োগ করলে প্রতারক চক্রটি সেই টাকা হাতে পাওয়ার পর অফিস বন্ধ করে পালিয়ে যায়। পরে তারা তাদের মোবাইল নম্বরও বন্ধ করে দেয়।

অভিনব এই প্রতারক চক্রটি বেশ সতর্ক ছিল। তারা প্রতিবার নতুন অফিস নেওয়ার সময় নতুন মোবাইল ও সিম ব্যবহার করতো। সেখানে থাকাকালে তারা এই মোবাইল ও সিম ব্যবহার করতো। এগুলো তারা ভুল ঠিকানা দিয়ে কিনতো। এমনকি নিজেদের পরিকল্পনা অনুযায়ী টার্গেট ব্যক্তিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পরে পালিয়ে যাওয়ার সময়ে তাদের খুঁজে বের করার মতো কোনো ক্লু রেখে যেতো না। চক্রের সদস্যরা ছদ্মনাম ব্যবহার করতো।

চক্রটিকে ধরতে পাঁচ মাসেরও বেশি সময় সিআইডিকে কাজ করতে হয়েছে। আটকদের বিরুদ্ধে প্র তারণা মামলা করা হবে বলে জানিয়েছে সিআইডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়