নিউজ ডেস্ক: সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল কাকলী ফার্নিচারের চেয়ারম্যান এসএম সোহেল রানা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গাজীপুরের শ্রীপুর থানায় মঙ্গলবার তিনি এ জিডি করেন।
গাজীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত কাকলী ফার্নিচারের শোরুমে করা একটি বিজ্ঞাপন ফেইসবুকে ভাইরাল হয়।
জিডিতে সোহেল রানা উল্লেখ করেন, অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি ফেইসবুক ও টিকটকে কাকলী ফার্নিচারের নাম ও লোগো ব্যবহার করে পেজ ও অ্যাকাউন্ট খুলেছে। তারা আমাদের দোকানের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সুবিধা নিতে চাইছে’।
শ্রীপুর মডেল থানা পুলিশের ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, কাকলী ফার্নিচারের চেয়ারম্যান এসএম সোহেল রানা অভিযোগ করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি আইডি থেকে তাদের নাম ও লোগো ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার তিনি এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। সাইবার সিকিউরিটিকে এ বিষয়ে অবহিত করা হবে।