শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৫:০১ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা প্রতিষ্ঠান খুললে প্রাথমিক শিক্ষার্থীরা পাবে জনপ্রতি ১ হাজার টাকা

শরীফ শাওন: [২] সরকারি সব প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জামা জুতা ক্রয়ে ‘কিডস অ্যালাউন্স’ হিসেবে এ অর্থ প্রদান করা হবে।

[৩] মঙ্গলবার প্রাথমিকের উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক মো. ইউসুফ আলী বলেন, ২০২০ সালের শেষ ছয় মাসের উপবৃত্তির টাকা বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচি শেষ হলেই শিক্ষার্থীদের এক হাজার টাকা করে বিতরণ করা হবে। এ বিষয়ে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে।

[৪] সংশ্লিষ্টরা জানান, ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে। এসময় তাদের এ অর্থ প্রদান করা হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও চলতি মাসেই টাকা পাবে শিক্ষার্থীরা। ইতোমধ্যে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শেষ হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর এ খাতের প্রয়োজনের অর্থ ছাড় করেছে। এখন সময় সুযোগ বুঝে শিক্ষার্থীদের অভিভাকদের নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

[৫] প্রাথমিক মন্ত্রণালয় সূত্র জানায়, সারাদেশে কিডস অ্যালাউন্স পাওয়ার যোগ্য শিক্ষার্থী সংখ্যা ১ কোটি ১০ লাখের বেশি। এতে বরাদ্দ দেওয়া হয়েছে ১১০০ কোটি টাকা।

[৬] এর আগে ২০২০ শিক্ষাবর্ষের প্রথম দিনে নতুন বইয়ের সঙ্গে জামা জুতা কেনার ১ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ ছাড়ের জটিলতায় তা বিতরণ সম্ভব হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়