শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৩:২৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সম্পত্তি উদ্ধার

স্বপন দেব: [২] বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মৌলভীবাজার অফিসের কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছেন স্থানীয় প্রশাসন।

[৩] সোমবার (৩১ মে) দুপুরে মৌলভীবাজার বেজবাড়ী এলাকার সংরক্ষিত মূল্যবান সরকারি কোটি টাকার ভূমি অবৈধভাবে দখল করা জায়গার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন। এ সময় অবৈধ দখলকারীদের সরকারি ভূমি হতে উচ্ছেদ করে উদ্ধারকৃত ভূমি সংশ্লিষ্ট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দেয়া হয়।

[৪] এসময় উপস্থিত ছিলেন, বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুল বাহার, সিলেট বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল মতিন, সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান।

[৫] জানা যায়, বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুল বাহার বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় বেজবারি এলাকার ওয়াপদা রোডের (আহমেদ নিবাস) এর আব্দুল বারীর পুত্র সেলিম আহমেদের বিরুদ্ধে সাধারণ ডায়রি করেন।

[৬] অভিযোগে রয়েছে, মিউনিসিপালিটি মৌজার জেএল নং ১০৫ বিভিন্ন দাগে ৯.৪০ একর জায়গা কিছু অংশ জোর করে দখল করার জন্য ইতোপূর্বে বাঁশের বেড়া নির্মাণ করেছে।

[৭] এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী আপত্তি জানালেও সে কোনো বাঁধা না মেনে বেড়া নির্মাণ করে। গত ১৬ মে সেলিম আহমেদ আবারও লোকজন নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জমি মাটি ভরাট করতে থাকে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লোকজন গিয়ে থাকে বাঁধা নিষেধ করিলে সে নিষেধ অমান্য করে তাদেরকে হুমকি দেয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়