শাহীন খন্দকার: [২] ইনষ্টিটিউট অফ পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এণ্ড অটিজম শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. শাহীন আকতারকে পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার ৩১ মে আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ডা. শাহীন আকতারের হাতে তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
[৩] এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু, ইপনা
উপ-পরিচালক সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা প্রমুখ।