শিরোনাম
◈ লুৎফুজ্জামান বাবর দম্পতির স্বর্ণ ১৪০ ভরি, নগদ ও ব্যাংকে আছে ২০ কোটি টাকা ◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন ◈ মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা ◈ শিক্ষার লক্ষ্য চাকরির প্রস্তুতি নয়, সৃজনশীল মানুষ গড়া: দক্ষিণ এশীয় সম্মেলনে ড. ইউনূস ◈ ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে ◈ বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫২১ জন, আমদানি–রফতানি ৩০০ ট্রাক

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ১২:৫৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ১২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর নৌবন্দর সড়কের বেহাল অবস্থা

সনত চক্রবর্ত্তী: ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দরের সড়কের বর্তমান বেহাল অবস্থা ।বহু দিন সংস্কার না করার ফলে ভোগান্তিতে রয়েছেন বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা।

সুত্র মতে,দেশের বিভিন্ন বন্দর থেকে বড় বড় জাহাজ,কার্গো ও টলার নৌপথে সার,সিমেন্ট,কয়লা, বালুসহ নানা পণ্য নিয়ে ফরিদপুর সিএন্ডবি ঘাট নৌবন্দরে আসে।

এসব পণ্য নৌবন্দর থেকে সড়ক পথে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে।অর্ধশত বছরের পুরান ঐতিহ্যবাহী সিএন্ডবি ঘাটকে ২০১৫ সালের নৌবন্দর ঘোষণা করা হলেও বন্দরের উন্নয়নে কোনো কাজ করেনি বিআইডাব্লিউটিএ।দুই-একটা পন্টুন ও জেটি ছাড়া কিছুই নেই এ নৌবন্দরে।একটু বৃষ্টি হলেই পুরো বন্দরজুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা।

এতে কাঁদা-পানিতে ভরে যায় খানাখন্দে ভরা বন্দরের এ সড়কগুলো।ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ।এতে ভোগান্তিতে রয়েছে বন্দরের ব্যবসায়ী,যানবাহনের শ্রমিক ও বন্দরে মালামাল বহনকারী প্রায় ছয় হাজার শ্রমিক।নৌ বন্দরের ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান বলেন, সিএন্ডবি ঘাটকে নৌ বন্দর ঘোষণা করা হলেও এর রাস্তাঘাটের বেহাল অবস্থা।

এতে আমরা চরম ক্ষতির মধ্যে রয়েছি।আমরা নিয়মিত খাজনা দিচ্ছি।কিন্তু কোনো সুবিধা পাচ্ছি না।দ্রুত বন্দরের রাস্তাগুলো সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।স্থানীয় ডিগ্রিরচর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান,সিএন্ডবি ঘাট একটি বড় নৌবন্দর।এ বন্দর থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করলেও বন্দরের উন্নয়নের কোনো কাজ করা হচ্ছে না।

এভাবে চলতে থাকলে ব্যবসায়ীরা আর খাজনা দেবেন না।রাস্তা মেরামত না করা হলে খাজনা বন্ধ করে দিয়ে ব্যবসায়ীরা নিজেরাই রাস্তা বানিয়ে নিবেন।বিআইডাব্লিউটিএর (আরিচা ঘাট) উপ-পরিচালক মাসুদ পারভেজ জানান,নৌবন্দরের রাস্তাঘাটের উন্নয়নের জন্য টেন্ডার চলছে।আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়