সাকিবুল আলম: [৩] মেডিকেল কর্মকর্তারা বলছেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট অল্প বয়সীদের জন্য বেশি প্রাণঘাতী। এরপরই সোমবার দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধকল্পে অতিদ্রুত স্কুলের শিশুদের ভ্যাকসিনেশেনের আওতায় আনবে সিঙ্গাপুর। এনডিটিভি
[৪] চলতি মাসেই ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদন দিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা। পূর্বে এই টিকা শুধুমাত্র ১৬ বছর বা তার বেশি বয়সীদের জন্য অনুমোদিত ছিলো। ইয়ন
[৫] জুনের ছুটিতে স্কুলের শিশুদের ভ্যাকসিনেশনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার থেকে দেশের ৪ লাখ স্কুল শিক্ষার্থী ভ্যাকসিন গ্রহণের জন্য আগাম তালিকাভুক্ত হতে পারবে। প্রথম ডোজ পাওয়া যাবে বৃহস্পতিবার থেকেই।
[৬] প্রধানমন্ত্রী লি সিয়েন আরও বলেন, দেশে করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার কারণে, ১৩ জুনের পর থেকে চলতি বিধি-নিষেধ উঠিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। সম্পাদনা: সুমাইয়া ঐশী