মহসীন কবির: [২] উত্তর পশ্চিমের ভারতীয় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ এখন করোনার হটস্পট। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ প্রেস বিফিংয়ে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর ঘোষণা দেন। ডিবিসি ও সময় টিভি
[৩] এর আগে এ জেলায় করোনার ভারতীয় ধরন শনাক্তের পর ২৫ মে থেকে সাত দিনের বিশেষ লকডাউন দেওয়া হয়, শেষ হওয়ার কথা ছিল ৩১ মে। চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন ঘোষণার পরও রাজশাহী ও নওগাঁ হয়ে নাটোরসহ বিভিন্ন স্থানে চলে যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ।