শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসন্ন বাজেট অধিবেশনে অংশ নিবে বিএনপি, প্রস্তাবিত বাজেট পেশ হবে ৩ জুন

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ২ জুন শুরু হবে। অধিবেশনের কার্য দিবস হবে সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত অধিবেশনে বিএনপি অংশ নিবে বলে জানিয়েছেন বিএনপির সংসদীয় দলের নেতা মো হারুনুর রশীদ।

[৩] তিনি এ প্রতিবেদককে রোববার দুপুরে বলেন, করোনা মহামারিতে বাজেট অধিবেশন বসবে। অধিবেশন সংক্ষিপ্ত হবে৷ এই সংক্ষিপ্ত অধিবেশনে আমাদের পক্ষ থেকে যতটুকু সুযোগ থাকবে তা ব্যবহার করে জনগনের জনদুর্ভোগ ও নানা সমস্যার কথা তুলে ধরবো।

[৪] তিনি আরও বলেন, কতটুকু পারবো বলতে পারছি না। তবে চেষ্টা করে যাবো।

[৫] এদিকে, সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জুন মাসব্যাপী অধিবেশন চললেও ১২ থেকে ১৪ কার্যদিবস চলবে বলে।

[৬] তবে জাতীয় সংসদের সিনিয়র সহকারি সচিব ওয়ারেছ হোসেন জানান, এবার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে না। করোনা পরিস্থিতির কারণে বিগত অধিবেশনের আগেও কার্যউপদেষ্টা বৈঠক অনুষ্ঠিত হয়নি।

[৭] এবারও সাংবাদিকদের সংসদ অধিবেশন কাভার করার সুযোগ থাকছে না। যা সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে ইতোমধ্যে জানানো হয়েছে।

[৮] ২ জুন বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ ( বাজেট ) অধিবেশন জাতীয় সংসদ ভবনে শুরু হবে।

[৯] ৩ জুন আগামী ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

[১০] ২জুন সাবেক আইনমন্ত্রী ও বর্তমান সংসদের সংসদ সদস্য আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শোক প্রস্তাব আনা হবে। শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি হয়ে যাবে।

[১১] ৩ জুন প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর বাজেট আলোচনা শুরু হবে। সংসদ সদস্যীা বাজেট আলোচনায় অংশ নিবেন।

[১২] সংসদ সচিবালয় সূত্র জানায়, অধিবেশন শুরুর পর মাঝে মাঝে বিরতি দেওয়া হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই -তিন দিন চলার পর আবার চার- পাঁচ দিন অধিবেশনে বিরতি দেওয়া হবে। এভাবে কয়েক দফায় বিরতি দিয়ে অধিবেশন পরিচালিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়