শিরোনাম
◈ মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে যা বললেন র‌্যাব (ভিডিও) ◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসন্ন বাজেট অধিবেশনে অংশ নিবে বিএনপি, প্রস্তাবিত বাজেট পেশ হবে ৩ জুন

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ২ জুন শুরু হবে। অধিবেশনের কার্য দিবস হবে সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত অধিবেশনে বিএনপি অংশ নিবে বলে জানিয়েছেন বিএনপির সংসদীয় দলের নেতা মো হারুনুর রশীদ।

[৩] তিনি এ প্রতিবেদককে রোববার দুপুরে বলেন, করোনা মহামারিতে বাজেট অধিবেশন বসবে। অধিবেশন সংক্ষিপ্ত হবে৷ এই সংক্ষিপ্ত অধিবেশনে আমাদের পক্ষ থেকে যতটুকু সুযোগ থাকবে তা ব্যবহার করে জনগনের জনদুর্ভোগ ও নানা সমস্যার কথা তুলে ধরবো।

[৪] তিনি আরও বলেন, কতটুকু পারবো বলতে পারছি না। তবে চেষ্টা করে যাবো।

[৫] এদিকে, সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জুন মাসব্যাপী অধিবেশন চললেও ১২ থেকে ১৪ কার্যদিবস চলবে বলে।

[৬] তবে জাতীয় সংসদের সিনিয়র সহকারি সচিব ওয়ারেছ হোসেন জানান, এবার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে না। করোনা পরিস্থিতির কারণে বিগত অধিবেশনের আগেও কার্যউপদেষ্টা বৈঠক অনুষ্ঠিত হয়নি।

[৭] এবারও সাংবাদিকদের সংসদ অধিবেশন কাভার করার সুযোগ থাকছে না। যা সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে ইতোমধ্যে জানানো হয়েছে।

[৮] ২ জুন বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ ( বাজেট ) অধিবেশন জাতীয় সংসদ ভবনে শুরু হবে।

[৯] ৩ জুন আগামী ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

[১০] ২জুন সাবেক আইনমন্ত্রী ও বর্তমান সংসদের সংসদ সদস্য আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শোক প্রস্তাব আনা হবে। শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি হয়ে যাবে।

[১১] ৩ জুন প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর বাজেট আলোচনা শুরু হবে। সংসদ সদস্যীা বাজেট আলোচনায় অংশ নিবেন।

[১২] সংসদ সচিবালয় সূত্র জানায়, অধিবেশন শুরুর পর মাঝে মাঝে বিরতি দেওয়া হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই -তিন দিন চলার পর আবার চার- পাঁচ দিন অধিবেশনে বিরতি দেওয়া হবে। এভাবে কয়েক দফায় বিরতি দিয়ে অধিবেশন পরিচালিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়