মোস্তাফিজুর রহমান: নিহতের নাম আকবর হোসেন (৬৫)। তিনি অবসরপ্রাপ্ত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যুগ্ম পরিচালক ছিলেন।
শনিবার(২৯মে)সকাল ছয়টায় দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল পরে সেখান থেকে সকাল ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় ১০৩ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা সাতটায় মারা যান তিনি।সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের ছেলে তৌহিদুল জানান, বাবা প্রতিদিন সকালে জগিংয়ে বের হয়।আজ সকালেও তিনি বের হয়েছিলেন। সকালে খবর পাই তিনি সড়ক দুর্ঘটনার দুর্ঘটনার শিকার হয়েছে।
পরে ঢাকা মেডিকেলে এসে জানতে পারি যে একটি ঔষধ কোম্পানির গাড়ির ধাক্কায় আহত হয়েছিল পরে পথচারীরা মেডিকেলে নিয়ে ভর্তি করেন।
তবে যে পথচারীরা নিয়ে আসছিলেন তাদের সঙ্গে কোন সাক্ষাৎ হয়নি এবং তাঁদের মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। ঢামেকে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানির একজন এখানে ছিল পরে তাকে খুঁজে পাইনি।
যতটুকু জানতে পেরেছি ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ বহনকারী একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছে।
মৃত আকবর রংপুর জেলার পীরগাছা উপজেলার প্রতাব জয় গ্রামের মৃত তাইজুল ইসলামের ছেলে। বর্তমানে মিরপুর আহ্মদনগরে পরিবারের সাথে থাকতেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।