শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০২:০৭ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২১, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় এতিম মেয়ের বিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান

আজিজুল ইসলাম: [২] যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের পিতৃহীন অসহায় পরিবারের মেয়ে তানজিলার (২১) জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করলেন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তাঁতী লীগের বাঘারপাড়া উপজেলা সভাপতি আবুতাহের আবুল সরদার।

[৩] শুক্রবার(২৮ মে) নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্তরের চারিদিকে বিয়ের সাজ। সাজানো হয়েছে বিয়ের মঞ্চ। দুই শতাধিক মানুষের ভূরিভোজের আয়োজন। মাইকে বাজছে বিয়ের গান। পরিপাটি হয়ে আসছে এলাকার লোকজন। কোন বাড়িতে নয়, বিয়ের অনুষ্ঠানুঠিত হলো ইউনিয়ন পরিষদ চত্বরের মঞ্চে। ইউপি চেয়ারম্যানের উদ্যোগে আয়োজন করা হয় জাঁকজমক বিয়ের অনুষ্ঠান। অনুষ্ঠানে ১ লাখ টাকা দেনমোহরে এতিম কনে তানজিলার বিবাহ সম্পন্ন হয়।

[৪] নারিকেল বাড়িয়া ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের মৃত মনিরুল ইসলামের স্ত্রী বিধবা আবিরণ খাতুন দুই সন্তানের জননী। অর্থাভাবের কারণে মেয়ের বিয়ে দিতে পারছিলেন না অসহায় এই পরিবারটি। মেয়ের বিয়ের সাহায্যের জন্য ছুটে বেড়ান বিভিন্ন জনের কাছে। পরে বিষয়টি জানতে পেরে ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার ওই এতিম মেয়ের বিয়ের সকল দায়িত্বভার গ্রহণ করেন। সে মোতাবেক বিয়ের দিন-তারিখ নির্ধারণ, কেনাকাটা, বরযাত্রীদের আপ্যায়ন থেকে শুরু করে স্বামীর বাড়িতে পৌঁছানো পর্যন্ত সকল কাজ সম্পন্ন করে দেন।

[৫] তানজিলার বিয়ে হয় যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের ফয়জদ্দিনের ছেলে আরিফুলের (২২) সাথে। আরিফুল পেশায় একজন অটোভ্যান চালক। তারা চার ভাই ও দুই বোন।

[৬] চেয়ারম্যান আবুল সরদার বলেন, বিবেকের তাড়নায় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এ বিয়ের আয়োজন করেছেন। তিনি বলেন, অসহায় মেয়ের বিয়েটা দিতে পেরে খুব ভালো লাগছে।

[৭] বিবাহ অনূষ্ঠানে উপস্থিত ছিলেন,বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টিরিয়া পারভীন সাথি, পৌর আওয়ামীলীগের যুগ্মআহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কজুলফিকারালি জুলাই, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান চিশতি, ছাত্রলীগ নেতা সাগর হোসেন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

[৮] এসময় কনের নানী বলেন, টাকার অভাবে নাতনি কে বিয়ে দিতে না পারায় দিশেহারা হয়ে পড়েছিলাম। আমাদের ইউনিয়ন চেয়ারম্যান নিজ উদ্যোগে অসহায় মেয়েটির বিয়ে দিয়ে আমাকে কন্যা দায় থেকে মুক্ত করলেন। আমি চেয়ারম্যানের জন্য আল্লার কাছে দোয়া করি ।

[৯] অসহায় মেয়ের বিয়ের বর্ণাঢ্য আয়োজন করে প্রশংসায় ভাসছেন যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা তাঁতীলীগের সভাপতি আবু তাহের আবুল সরদার। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়